ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
বাংলাদেশের হজ এজেন্সিগুলোকে সতর্ক করল সৌদি সরকার

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের হজযাত্রীদের পরিষেবা নিশ্চিতের ক্ষেত্রে বাংলাদেশের কিছু হজ এজেন্সি সৌদি সরকারের নির্ধারিত অর্থ পরিশোধ পদ্ধতি লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। সৌদি সরকার থেকে নিষিদ্ধ উপায়ে অর্থ লেনদেনের পরিপ্রেক্ষিতে সৌদি দূতাবাস বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক করে চিঠি পাঠিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ধর্ম মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি, মহাসচিব এবং সংশ্লিষ্ট এজেন্সি মালিকদের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কিছু হজ এজেন্সি সৌদি আরবে হজযাত্রীদের পরিষেবা চুক্তির জন্য দরপত্র আহ্বান করছে এবং পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে চেকের মাধ্যমে জামানতের অর্থ গ্রহণ করে হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত তা গ্যারান্টি হিসাবে রাখার শর্ত দিচ্ছে। এই পদ্ধতি সৌদি পেমেন্ট সিস্টেমের গুরুতর লঙ্ঘন এবং সৌদি পেমেন্ট সিস্টেমের বাইরে এ ধরনের অর্থ গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।
ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে সৌদি পেমেন্ট সিস্টেম যথাযথভাবে মেনে চলতে এবং এর লঙ্ঘন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এ অবস্থায়, হজ ব্যবস্থাপনায় সৌদি আরবের নিয়ম ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলা এবং অর্থ লেনদেনে কোনো ধরনের ব্যত্যয় না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন