ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

বিএনপির প্রবাসী ভোট কার্যক্রম নিয়ে ফ্রান্সে আলোচনা

২০২৫ অক্টোবর ২৩ ১৪:০০:৩৯

বিএনপির প্রবাসী ভোট কার্যক্রম নিয়ে ফ্রান্সে আলোচনা

ডুয়া প্রবাস ডেস্ক :ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে ‘পোস্টাল ব্যালটে ভোট’ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) প্যারিসের পার্শ্ববর্তী ক্যাথসিমা এলাকার কুটুমবাড়ী রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) খুব শিগগিরই বিডি অ্যাপস-এর মাধ্যমে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ চালু করতে যাচ্ছে। এই উদ্যোগের ফলে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা আগামী জাতীয় নির্বাচনে সহজেই ভোট দিতে পারবেন।

এছাড়া ফ্রান্স জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে প্রবাসীদের ভোটার তালিকা নিবন্ধন, এনআইডি কার্যক্রম এবং অনলাইন সদস্যভুক্তি প্রক্রিয়ায় সহযোগিতা দিতে বিনামূল্যে সহায়তা সেবা কেন্দ্র চালু করা হয়েছে।

এদিকে, গত ১৮ অক্টোবর বিএনপির বহির্বিশ্ব সাংগঠনিক সমন্বয়ক ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের আহ্বানে জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনে বিএনপির সাধারণ সদস্য নিবন্ধন ও প্রবাসী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ফ্রান্স জাতীয়তাবাদী পরিবারের নেতারা প্রবাসীদের নিবন্ধন ও সহায়তা কার্যক্রম শুরু করেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত