ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

ছবি পোস্ট করে গুজব উড়িয়ে দিলেন পূর্ণিমা

২০২৫ অক্টোবর ২২ ১৭:২৩:২৮

ছবি পোস্ট করে গুজব উড়িয়ে দিলেন পূর্ণিমা

নিজস্ব প্রতিবেদক :২০২২ সালে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বিয়ে করেছেন। তার স্বামী আশফাকুর রহমান রবিন, যিনি পেশায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে, যে পূর্ণিমা ও রবিন বিচ্ছেদ করেছেন। এই গুজবের জবাব দিতে আজ বুধবার বিকেলে পূর্ণিমা নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তিনি স্বামী রবিনের হাত ধরে রেস্তোরাঁয় বসে আছেন। এই ছবিই স্পষ্ট করে যে, ছড়ানো খবর সম্পূর্ণ মিথ্যা, দুজনে একসঙ্গে রয়েছেন।

এর আগে পূর্ণিমা একটি পোস্টে ব্যক্ত করেছিলেন, কিছু মানুষের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। তিনি লিখেছিলেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই, কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় বুঝতে পারি—তারা সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে এবং সুযোগ পেলেই জীবনে বিষ ঢেলে দেয়। তাই মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারানোর চেয়ে নিঃসঙ্গতা অনেক শান্তিপূর্ণ, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।

পেশাগত সূত্রে পরিচয় হওয়া পূর্ণিমা ও রবিন তিন বছরের বন্ধুত্বের পর ভালোবাসায় মিলিত হয়ে বিয়ে করেছেন। এটি পূর্ণিমার দ্বিতীয় বিবাহ; তিনি ২০০৭ সালে প্রথমবার আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়ে করেছিলেন এবং ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত