ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
চলমান অগ্নিকাণ্ড ও বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে বাধা হবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, বাংলাদেশে চলমান অগ্নিকাণ্ড এবং বিশৃঙ্খলাগুলো দেশি ও বিদেশি শক্তির 'হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না' বোঝানোর একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, এসব অগ্নিকাণ্ড বা বিশৃঙ্খলা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করবে না। তিনি সরকারের প্রতি এসব বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান। নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে দৃঢ়তা দেখিয়েছে, তাতে একটি অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা সম্ভব বলে তারা মনে করেন। প্রশাসনের মধ্যে থাকা 'দোসরদের' বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেও তিনি আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলম তারেক রহমানকে নিয়ে একটি গান গেয়েছিলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী জাহাঙ্গীর আলমকে দেখতে আসেন। এ সময় তার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি চান্দিনায় জুলাই আন্দোলনের নিহত এক শহীদের কবর জিয়ারত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি