ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

শহীদরা শুধু প্রাণ দেয় না, তারা জাতিকে জাগিয়ে তোলে: রিজভী

২০২৫ অক্টোবর ২০ ১৪:২৩:৩২

শহীদরা শুধু প্রাণ দেয় না, তারা জাতিকে জাগিয়ে তোলে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় মুক্তির প্রতীক হয়ে ওঠা শহীদ ইমাম হাসান তায়িমকে স্মরণ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদরা শুধু প্রাণ দেয় না, তারা জাতিকে জাগিয়ে তোলে। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের মতোই ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদরাও নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা।

সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারতের পর এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, “ধানক্ষেতের পাশে শুয়ে থাকা তায়িম আজ আমাদের বিবেকের প্রতীক। তার এই আত্মত্যাগ ভুলে গেলে জাতি তার ইতিহাস হারাবে। তায়িমরা কোনো ব্যক্তিগত লড়াইয়ে নয়, গণতন্ত্র ও স্বাধীনতার জন্য জীবন দিয়েছে।”

রিজভী তায়িমের মাকে উদ্দেশ্য করে বলেন, “আপনার সন্তান ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি, কিন্তু তায়িমের আত্মত্যাগ আমাদের লড়াইয়ে অনুপ্রেরণা জোগায়। গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে আমরা তায়িমদের রক্তঋণ শোধ না করা পর্যন্ত থামবো না।”

এর আগে সকাল ১১টায় তিনি তায়িমের কবর জিয়ারত করেন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে শহীদের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন। পরে তিনি পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

পরে রিজভী কুমিল্লার চৌদ্দগ্রামে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সামাজিক মাধ্যমে তার গান দেখে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-কে তার সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত