ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে লন্ডনে সিলেটবাসীর বিক্ষোভ

২০২৫ অক্টোবর ১৯ ১৬:৩৬:৫০

বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে লন্ডনে সিলেটবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে বসবাসরত সিলেটি প্রবাসীরা তাদের শহরের উন্নয়নে সরকারের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) লন্ডনের আলতাব আলী পার্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী, তরুণ-তরুণী, শিক্ষার্থী ও কমিউনিটি নেতারা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কে এম আবু তাহের চৌধুরী এবং সঞ্চালনা করেন মো. আমিনুল ইসলাম। সমাবেশে ইফতেকার সিদ্দিকী ইফতি ছয় দফা দাবিসহ লিখিত বক্তব্য পাঠ করেন।

এছাড়া বক্তব্য দেন আব্দুল মুকিত, তাজুল ইসলাম, সাইদুজ্জামান সুমন, আব্দুর রব, জাকির চৌধুরী, আফছার আহমদ, মিজান ওয়াহিদ, শাহীন আলম সানী, মামুন আহমদ, আসাদুজ্জামান শাফী, ফয়েজ আহমদ, ইলিয়াস হোসেন ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন।

বক্তারা বলেন, তিন বছর আগে ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নত করার প্রকল্পের ঘোষণা দেওয়া হলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। আজও গর্তে ভরা রাস্তা, চলাচলের জন্য দীর্ঘ যানজট ও ধুলাবালির কারণে যাত্রীরা নিত্যদিনের যন্ত্রণার শিকার। এর প্রভাব পড়ছে দেশের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে।

তারা আরও বলেন, সিলেট দেশের অন্যতম রেমিট্যান্স কেন্দ্র। প্রবাসীরা দেশের অর্থনীতির বড় অংশ বহন করে আসলেও, দেশের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা তাদের নিজ পরিবারে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছে।

বক্তারা সমাবেশে প্রতীকীভাবে চোখ বেঁধে প্রতিবাদ জানিয়ে সরকারের বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন।

ইফতেকার সিদ্দিকীর পাঠ করা লিখিত বক্তব্যে সিলেটের উন্নয়ন ও নাগরিক ভোগান্তি নিরসনে ছয় দফা দাবির ওপর গুরুত্ব দেওয়া হয়—

১. ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন করা।

২. প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও তদারকি নিশ্চিত করা।

৩. শিক্ষার্থী, রোগী, পর্যটক ও প্রবাসীদের জন্য বিশেষ ট্রেন সার্ভিস চালু করা।

৪. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করা।

৫. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিকল্প পরিবহন রুট (ট্রেন ও নৌপথ) চালু করা।

৬. পর্যটন খাতে ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনা ও অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করা।

বক্তারা সতর্ক করে বলেছেন, যদি সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তবে সিলেটবাসী তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত