ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
ত্বকে বার্ধক্যের ছাপ কমাতে দৈনন্দিন ৫ অভ্যাস
.jpg)
ডুয়া ডেস্ক: বয়স বাড়া প্রকৃতির নিয়ম, কিন্তু তরতাজা ও প্রাণবন্ত দেখাতে চায় সবাই। সময়ের ছাপ থামানো না গেলেও তা অনেকটাই ধীর করা সম্ভব—শুধু দরকার কিছু সহজ অভ্যাসে অভ্যস্ত হওয়া।
রূপচর্চা বিশেষজ্ঞ পারুল গর্গের মতে, প্রতিদিনের রুটিনে মাত্র পাঁচটি ছোট পরিবর্তন আনলেই ত্বকে বার্ধক্যের ছাপ পড়ার গতি অনেকটা কমিয়ে দেওয়া সম্ভব।
নিচে সেই ৫টি কার্যকর অভ্যাস তুলে ধরা হলো—
শরীর রাখুন আর্দ্র
ত্বক ও শরীরের সুস্থতার মূল চাবিকাঠি হলো পর্যাপ্ত পানি পান। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে শরীরের টক্সিন বের হয়ে যায় ও ত্বক টানটান থাকে। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে খেলে এটি হজমে সাহায্য করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে।
ঘরোয়া সুপারফুড খান
রান্নাঘরের সাধারণ উপকরণই হতে পারে প্রাকৃতিক অ্যান্টি-এজিং সঙ্গী। হলুদ, ঘি ও আমলকি ত্বকের জন্য অত্যন্ত উপকারী। রাতে ঘুমানোর আগে এক চিমটি গোলমরিচ দিয়ে হলুদ মেশানো দুধ পান করা এবং সকালে একটি আমলকি খাওয়া দারুণ ফল দেয়। খাবারে প্রতিদিন ১-২ চামচ ভালো মানের ঘি রাখাও উপকারী।
পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
সুস্থ ত্বকের জন্য ঘুম অপরিহার্য। প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম শরীরের পুনরুজ্জীবন প্রক্রিয়া সক্রিয় রাখে। ঘুমের সময় শরীর ক্ষতিগ্রস্ত কোষ পুনর্গঠন করে, মানসিক চাপ হ্রাস পায়—যা ত্বকের বার্ধক্য রোধে সহায়তা করে।
শরীরচর্চাকে অভ্যাসে পরিণত করুন
প্রতিদিন ২০-৩০ মিনিট নিয়মিত শরীরচর্চা করলে শুধু পেশি নয়, মনও সতেজ থাকে। ব্যায়ামের ফলে রক্ত সঞ্চালন বাড়ে, ত্বকে পুষ্টি পৌঁছায়, আর তারুণ্য দীর্ঘস্থায়ী হয়।
নিয়মিত চুলে তেল দিন
বয়স বাড়ার অন্যতম লক্ষণ চুল পড়া। সপ্তাহে ২-৩ দিন মাথায় তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে যায়। এতে চুল ঘন ও স্বাস্থ্যকর থাকে। তবে তেলের পাশাপাশি চুল পরিষ্কার রাখাও জরুরি।
এই পাঁচটি অভ্যাস নিয়মিত অনুসরণ করলে বয়সের ছাপ ধীর হয়, ত্বক থাকে সতেজ আর মনও উজ্জ্বল।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম