ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

রুশ তেল নিয়ে বিরোধের পর এবার মার্কিন জ্বালানিতে আগ্রহ ভারত

২০২৫ অক্টোবর ১৭ ২২:২৫:৫৪

রুশ তেল নিয়ে বিরোধের পর এবার মার্কিন জ্বালানিতে আগ্রহ ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি তেল ও গ্যাস কিনতে দেশটির সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেছেন, "ভারতের একটি সরকারি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে গিয়েছে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। বৈঠকে আমাদের কর্মকর্তারা বলেছেন যে ভারতের জ্বালানি আমদানির ভিত্তি বা নীতির ওপর নির্ভরশীল। এক— জ্বালানি পণ্যের সরবরাহ অব্যাহত রাখা এবং জ্বালানি পণ্যের দাম স্থিতিশীল রাখা। কর্মকর্তারা আরও বলেছেন যে ভারত বিভিন্ন বাজার থেকে জ্বালানি আমদানি করতে আগ্রহী।"

পৃথক এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব রাজেশ আগরওয়াল বলেছেন, "আমরা প্রতি বছর ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ ডলারের তেল-গ্যাস যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি। যুক্তরাষ্ট্র চায়, আমরা যেন আমদানির পরিমাণ আরও বাড়াই। আমাদের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। আশা করছি, মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠকে ইতিবাচক ফলাফল আসবে।"

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুর পর থেকে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ক্রয়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছে ভারত। বর্তমানে দেশটি রুশ তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। কয়েক মাস আগে এ বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযোগ করেন যে, রুশ তেল ক্রয়ের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারতকে আহ্বানও জানান তিনি।

কিন্তু ভারত তার অবস্থানে অনড় থাকায় গত সেপ্টেম্বরে ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন, যার ফলে দেশটির রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে দ্বন্ধ মেটাতে নয়াদিল্লির প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে গিয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকার আকাশে উড়ছে খাবার

ঢাকার আকাশে উড়ছে খাবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সূচনা ঘটেছে। জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া ঢাকায় একদিনের পরীক্ষামূলক কার্যক্রমে ড্রোন ব্যবহার... বিস্তারিত