ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

অতীত ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের কাজে নামতে হবে: খসরু

২০২৫ অক্টোবর ১৭ ২০:৪৩:২২

অতীত ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের কাজে নামতে হবে: খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজ এলাকার নেতাকর্মীদের প্রতি অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের কাজ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নগরীর মেহেদীবাগস্থ বাসভবনে চট্টগ্রাম-১০ আসনের ৮ নং ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "নির্বাচনের কাজে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। অতীতে কার সঙ্গে কী হয়েছিল, কে কী করেছিল সব ভুলে যাবেন। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের কাজে অংশ নেবেন।" তিনি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে কাজ করার এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিএনপি যে একটি সুশৃঙ্খল দল, সেই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, সবার কাজ এক হবে না, কেউ বাড়ি বাড়ি যাবেন, কেউ লিফলেট বিতরণ করবেন, কেউ এজেন্টে থাকবেন, কেউ প্রচারণা করবেন, সবাই মিলেমিশে একসাথে কাজ করতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, এবার ভিন্ন ভিন্ন কৌশলে নির্বাচনী কাজ করতে হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি কর্মীদের মানুষের দ্বারে দ্বারে যেতে এবং নিজেদের মধ্যে অতীতের কোনো ভেদাভেদ থাকলে তা ভুলে যেতে বলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "বিএনপি জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে এই নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ বিজয়ী হবে।"

হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম, কাজী বেলাল, মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, সহ-সভাপতি সখিনা বেগম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ চট্টগ্রাম-১০ আসনের ৮ নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতারা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত