ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
ইরাকে নতুন কর্মসংস্থান: বাংলাদেশি শ্রমিকদের ঢল
নিজস্ব প্রতিবেদক :মধ্যপ্রাচ্যের দেশ ইরাক বাংলাদেশ থেকে দক্ষ, আধাদক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ইরাকের যৌথ কমিটির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে বিষয়টি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
চুক্তি অনুযায়ী, ইরাকে যাওয়া সকল বাংলাদেশি কর্মী আগে থেকে কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করবেন। ইরাকের কোন খাতে কতজন শ্রমিকের প্রয়োজন, তা বাংলাদেশ দূতাবাস পর্যবেক্ষণ করবে এবং তথ্য সংগ্রহ করে কর্মী প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং ইরাকের মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম আব্দুর রেজা খাইয়ুন আত-ওয়ানি। দুই দিনের বৈঠকে সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
বৈঠকে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিতকরণ, ইরাকে কর্মরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের নিয়মিতকরণ এবং বিভিন্ন খাতে কর্মী প্রেরণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ইরাক সরকার বাংলাদেশিদের জন্য ভিসা প্রদানের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সহজ করবে। পাশাপাশি, ইরাকি নিয়োগকর্তার চাহিদাপত্র বাংলাদেশ দূতাবাসের সত্যায়নের মাধ্যমে কর্মী প্রেরণ নিশ্চিত করা হবে।
এছাড়া বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, গমনেচ্ছু বাংলাদেশি কর্মীরা ইরাকে যাওয়ার আগে চুক্তি স্বাক্ষর করবেন, দূতাবাস ইরাকে কোন খাতে কর্মীর চাহিদা রয়েছে তা পর্যবেক্ষণ করবে, এবং ইরাকে কর্মরত অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণের জন্য ইরাকি পক্ষ ইতিবাচক মনোভাব দেখাবে। কর্মী প্রেরণ প্রক্রিয়া সুগম করার লক্ষ্যে যৌথ কমিটি বছরে অন্তত একবার বৈঠকে মিলিত হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল