ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

এরদোগানের ধূমপান পরামর্শ,মেলোনির চমকপ্রদ জবাব

২০২৫ অক্টোবর ১৫ ১৭:১০:৩৫

এরদোগানের ধূমপান পরামর্শ,মেলোনির চমকপ্রদ জবাব

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সমালোচনার ছলে বলেছেন, “আপনি দারুণ করছেন, কিন্তু আপনাকে ধূমপান ছাড়তে হবে।” জবাবে ৪৮ বছর বয়সি মেলোনি রসিকতার ছলে জানান, যদি তাকে ধূমপান ছাড়তে হয়, তবে তিনি “কাউকে মেরে ফেলবেন।”

মিশরের শারম-আল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে আলাপচারিতার সময় এই মন্তব্য করেন মেলোনি। এরদোগানের কথা শুনে পাশে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হাসিতে ফেটে পড়েন। মেলোনি পরে বলেন, “আমি কাউকে মেরে ফেলতে চাই না।”

মেলোনি সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে জানিয়েছেন, ১৩ বছর পর তিনি আবার ধূমপান শুরু করেছেন। তার ভাষায়, ধূমপান তাকে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে সাহায্য করেছে, বিশেষ করে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদের সঙ্গে।

সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মেলোনির প্রশংসা করেন। ট্রাম্প বলেন, “আমি সাধারণত এটা বলি না, কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। কিন্তু আমি ঝুঁকি নিচ্ছি—তিনি এক সুন্দরী তরুণী।” তিনি আরও বলেন, মেলোনি অত্যন্ত সফল রাজনীতিক এবং ইতালিতে তাকে অনেক সম্মান করা হয়।

২০২২ সালের অক্টোবর মাসে ক্ষমতায় আসা মেলোনি ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বিষয়ে।

মেলোনির রাজনৈতিক যাত্রা ২০০৬ সালে শুরু হয়, যখন তিনি ন্যাশনাল অ্যালায়েন্স (এএন)-এর সদস্য হিসেবে চেম্বার অফ ডেপুটিজে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন এবং ৩১ বছর বয়সে চতুর্থ বার্লুসকোনি সরকারের যুব নীতি মন্ত্রী হন। ২০১২ সালে মেলোনি ব্রাদার্স অফ ইতালি (এফডিআই) প্রতিষ্ঠা করেন এবং ২০১৪ সালে এফডিআই-এর সভাপতি হন। ২০২২ সালের সাধারণ নির্বাচনে তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত