ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

ডেঙ্গুতে মৃ’ত্যু ৬, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন

২০২৫ অক্টোবর ১২ ১৯:০৬:১৪

ডেঙ্গুতে মৃ’ত্যু ৬, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৩ জন রোগী। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ২ জন, উত্তর সিটির ১ জন, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের একজন করে রয়েছেন।

রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৩০ জন। একই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায়, বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন, দক্ষিণ সিটিতে ১২২ জন, খুলনা বিভাগে ৯৩ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৬৯ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৫৪ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত মোট ৫১ হাজার ৭৮৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯০ শতাংশ নারী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তুলনামূলকভাবে দেখা যায়, ২০২৩ সালে ডেঙ্গুতে দেশে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজারেরও বেশি মানুষ। ২০২৪ সালে মৃত্যু কমে দাঁড়ায় ৫৭৫ জনে, আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪। তবে চলতি বছরের পরিসংখ্যান উদ্বেগজনক গতিতে বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত