ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

অ্যালার্জি থেকে বাঁচার ৫ সহজ উপায়

২০২৫ অক্টোবর ১২ ১১:৪৬:১০

অ্যালার্জি থেকে বাঁচার ৫ সহজ উপায়

নিজস্ব প্রতিবেদক:বর্তমান সময়ে শিশু থেকে প্রবীণ—সবার মধ্যেই অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে। কখনো এটি ত্বকে, আবার কখনো শ্বাসনালী বা হজমনালিতে মারাত্মক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, শরীরের রোগ প্রতিরোধক্ষমতা মজবুত থাকলে অ্যালার্জি সহজেই প্রতিরোধ করা যায়। আর এই প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে কিছু নির্দিষ্ট খাবার।

পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় যদি ভিটামিন, ওমেগা-৩ ও প্রোবায়োটিকসহ কিছু উপকারী উপাদান নিয়মিত রাখা যায়, তাহলে অ্যালার্জির ঝুঁকি অনেকটাই কমে যায়। নিচে এমন পাঁচটি কার্যকর খাবারের কথা জানানো হলো—

১. কুয়ারসেটিন সমৃদ্ধ খাবারকুয়ারসেটিন একটি প্রাকৃতিক অ্যান্টি-হিস্টামিন, যা অ্যালার্জিজনিত প্রদাহ কমাতে সহায়তা করে।যে খাবারে পাবেন: লাল পেঁয়াজ, আপেল (খোসাসহ), আঙুর, বেরি, ব্রকলি, গ্রিন টি।

২. হলুদহলুদের কারকিউমিন উপাদান অ্যান্টি-অ্যালার্জিক ও প্রদাহনাশক হিসেবে কাজ করে।খাওয়ার উপায়: সকালে খালি পেটে কাঁচা হলুদের সঙ্গে কয়েকটি গোলমরিচ চিবিয়ে খাওয়া উপকারী।

৩. ভিটামিন-সি সমৃদ্ধ ফল ও সবজিভিটামিন-সি শরীরে হিস্টামিন নামের রাসায়নিকের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা অ্যালার্জি সৃষ্টির অন্যতম কারণ।যে খাবারে পাবেন: আমলকী, কমলালেবু, স্ট্রবেরি, কিউই, পেঁপে, ক্যাপসিকাম ও ব্রকলি।

৪. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডপ্রদাহ কমাতে ওমেগা-৩ অত্যন্ত কার্যকর। এটি অ্যালার্জির উপসর্গ হ্রাস করে শরীরকে স্বস্তি দেয়।যে খাবারে পাবেন: স্যালমন, টুনা, ম্যাকেরেলসহ তৈলাক্ত মাছ, আখরোট ও তিসি বীজ।

৫. প্রোবায়োটিকঅন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করে। ফলে অ্যালার্জির ঝুঁকি কমে।যে খাবারে পাবেন: টক দই, বাটারমিল্ক।

এই খাবারগুলো নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীরের প্রাকৃতিক প্রতিরোধক্ষমতা বাড়ে, অ্যালার্জির প্রভাবও কমে। তবে কারও অ্যালার্জি যদি গুরুতর হয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত