ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

সর্দি-কাশি কমাতে লবঙ্গ চা, তৈরি করবেন যেভাবে

২০২৫ অক্টোবর ১১ ২০:৪৯:০৫

সর্দি-কাশি কমাতে লবঙ্গ চা, তৈরি করবেন যেভাবে

ডুয়া ডেস্ক: সর্দি-কাশির মৌসুমে প্রচলিত ওষুধের পরিবর্তে ঘরে বসেই তৈরি লবঙ্গ চা একটি প্রাকৃতিক উপায় হিসেবে গ্রহণযোগ্য। এটি শুধু শ্বাসনালীর স্বস্তি দেয় না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

লবঙ্গ চা সর্দি-কাশির ক্ষেত্রে কার্যকর কারণ এতে থাকা ইউজেনল নামক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শ্বাসনালীর প্রদাহ কমায় এবং কাশি হ্রাসে সাহায্য করে। গরম চা শ্বাসনালীকে প্রশান্ত করে, শ্বাসপ্রশ্বাসকে সহজ করে এবং শরীরকে আরাম দেয়।

লবঙ্গ চা কিভাবে সাহায্য করে

কফ দূর ও প্রদাহ হ্রাস: লবঙ্গের ইউজেনল কফ দূর করে এবং শ্বাসনালীর প্রদাহ কমায়, যা কাশি ও সর্দি-কাশির উপশমে সহায়ক।

শ্বাসনালীতে স্বস্তি: উষ্ণ ও সুগন্ধযুক্ত লবঙ্গ চায়ের বাষ্প শ্বাসনালীর স্বস্তি বৃদ্ধি করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

লবঙ্গ চা তৈরি করার নিয়ম

একটি পাত্রে এক কাপ পানি নিন। এতে কয়েকটি লবঙ্গ যোগ করে ফুটতে দিন। পানি ফুটে উঠলে কিছুক্ষণ আরও রান্না করুন। চা ছেঁকে হালকা গরম অবস্থায় পান করুন। চাইলে স্বাদের জন্য মধু, আদা বা তুলসি পাতা যোগ করতে পারেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত