ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
ট্রাম্পের নির্দেশে চীনের ওপর ১০০% শুল্ক আরোপ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে নতুন বাণিজ্যযুদ্ধ ঘোষণা করেছেন। চীনের গুরুত্বপূর্ণ বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপের প্রতিশোধ হিসেবে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। শুক্রবার (১০ অক্টোবর) তিনি সামাজিক মাধ্যমে এ ঘোষণা দেন।
ট্রাম্পের ভাষ্যমতে, চীনের সকল গুরুত্বপূর্ণ পণ্যের ওপর ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এছাড়া ১ নভেম্বর থেকে ‘সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার’-এর ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর হবে। তিনি জানান, এই নতুন শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ বর্তমান ছাড়ের মেয়াদ শেষ হওয়ার নয় দিন আগে কার্যকর হবে।
একই সঙ্গে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দেন। তবে পরে তিনি জানিয়েছেন বৈঠকটি এখনও স্থগিত হয়নি, যদিও বৈঠকটি হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
চীনের ওপর নতুন শুল্ক আরোপের হুমকির পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে। গাড়ি, স্মার্টফোন ও অন্যান্য পণ্য তৈরিতে ব্যবহৃত বিরল খনিজ চীনের আধিপত্যে। চলতি বছরের শুরুতে ট্রাম্প চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দিলে বেইজিং বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপ করে। এতে প্রভাব পড়েছে এমন মার্কিন সংস্থা ও গাড়ি নির্মাতাদের উৎপাদনেও।
অতিরিক্ত শুল্ক হুমকির পাশাপাশি চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে। ফলে কোয়ালকমের চিপ তৈরির প্রক্রিয়া ব্যাহত হতে পারে, যদিও কোম্পানিটি যুক্তরাষ্ট্রভিত্তিক, তার ব্যবসার বড় অংশ চীনে পরিচালিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা