ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

ট্রাম্পের নির্দেশে চীনের ওপর ১০০% শুল্ক আরোপ

২০২৫ অক্টোবর ১১ ০৯:২১:০৮

ট্রাম্পের নির্দেশে চীনের ওপর ১০০% শুল্ক আরোপ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে নতুন বাণিজ্যযুদ্ধ ঘোষণা করেছেন। চীনের গুরুত্বপূর্ণ বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপের প্রতিশোধ হিসেবে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। শুক্রবার (১০ অক্টোবর) তিনি সামাজিক মাধ্যমে এ ঘোষণা দেন।

ট্রাম্পের ভাষ্যমতে, চীনের সকল গুরুত্বপূর্ণ পণ্যের ওপর ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এছাড়া ১ নভেম্বর থেকে ‘সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার’-এর ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর হবে। তিনি জানান, এই নতুন শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ বর্তমান ছাড়ের মেয়াদ শেষ হওয়ার নয় দিন আগে কার্যকর হবে।

একই সঙ্গে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দেন। তবে পরে তিনি জানিয়েছেন বৈঠকটি এখনও স্থগিত হয়নি, যদিও বৈঠকটি হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

চীনের ওপর নতুন শুল্ক আরোপের হুমকির পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে। গাড়ি, স্মার্টফোন ও অন্যান্য পণ্য তৈরিতে ব্যবহৃত বিরল খনিজ চীনের আধিপত্যে। চলতি বছরের শুরুতে ট্রাম্প চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দিলে বেইজিং বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপ করে। এতে প্রভাব পড়েছে এমন মার্কিন সংস্থা ও গাড়ি নির্মাতাদের উৎপাদনেও।

অতিরিক্ত শুল্ক হুমকির পাশাপাশি চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার তদন্ত শুরু করেছে। ফলে কোয়ালকমের চিপ তৈরির প্রক্রিয়া ব্যাহত হতে পারে, যদিও কোম্পানিটি যুক্তরাষ্ট্রভিত্তিক, তার ব্যবসার বড় অংশ চীনে পরিচালিত হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের লেনদেনে ব্যবসায়ী... বিস্তারিত