ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
নিঃশব্দ উপস্থিতি চার বহুজাতিক কোম্পানির!
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: শেয়ারবাজারে বুধবার (০৮ অক্টোবর) যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল শীর্ষ ডিভিডেন্ডের চার বহুজাতিক কোম্পানিগুলোর ঘরে। ইউনিলিভার, রেকিট বেনকিজার, বাটা সু আর ম্যারিকো বাংলাদেশ—এই চার পরিচিত কোম্পানির শেয়ার লেনদেনে ছিল উপস্থিত, কিন্তু উপস্থিতির চেয়ে অনুপস্থিতিই যেন ছিল চোখে পড়ার মতো।
দিনভর বাজার লেনদেনে কোলাহলে মুখর থাকলেও এই চার কোম্পানির ট্রেডিং স্ক্রিন ছিল প্রায় নিঃশব্দ। ইউনিলিভার কনজিউমার কেয়ারের মাত্র ২০টি শেয়ার হাতবদল হয়েছে সারাদিনে—যেন কেউ নিঃশব্দে দরজায় কড়া নাড়ল, তারপর ফিরে গেল। রেকিট বেনকিজারের লেনদেনও তেমনই ন্যূনতম—মাত্র ২৩৪টি শেয়ার। এত কম লেনদেনে দাম সামান্য নিচে নামল: ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ার কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ০.১১ শতাংশ, আর রেকিট বেনকিজারের নেমেছে ৮ টাকা ৯০ পয়সা বা ০.২৬ শতাংশ।
এই দুই কোম্পানির শেয়ার যেন পাহাড়ের মতো স্থির—তারা নড়ে না, তবু বাজারের প্রতিটি ওঠানামার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিশ্লেষকের ভাষায়, “এই শেয়ারগুলোর দর মানে কেবল সংখ্যা নয়, এটি একধরনের মর্যাদা—যা মুহূর্তে মুহূর্তে বদলায় না।”
অন্যদিকে, তুলনামূলক একটু প্রাণচাঞ্চল্য দেখা গেছে বাটা সু ও ম্যারিকো বাংলাদেশের শেয়ারে। বাটা সুর ২৮১টি শেয়ার লেনদেন হয়েছে, দাম বেড়েছে ৬০ পয়সা বা ০.০৭ শতাংশ। ম্যারিকোর লেনদেন কিছুটা বেশি—৪৬৮টি শেয়ার, দাম বেড়েছে ২০ টাকা ৩০ পয়সা বা ০.৭৩ শতাংশ।
বাজারে অভিজ্ঞদের মতে, এই চার কোম্পানির শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের নাগালের বাইরে বলেই এদের লেনদেন কম। দাম এতই উঁচু যে প্রতিটি শেয়ার যেন একেকটি “প্রিমিয়াম পাস”—যা হাতে পেতে হলে পকেটও হতে হবে ভারী।
তবু এই কম লেনদেনই বহুজাতিক শেয়ারের আরেক পরিচয়—নিয়মিত নয়, কিন্তু নির্ভরযোগ্য। তারা বাজারে তেমন শব্দ করে না, তবে স্থিতিশীলতার প্রতীক হয়ে থাকে।
দিনশেষে তাই বলা যায়—বুধবার শেয়ারবাজারে ছোট বিনিয়োগকারীরা ছিল সরব, কিন্তু বড়রা ছিল নীরব দর্শক। আর সেই নীরবতাতেই লুকিয়ে ছিল বাজারের এক অন্যরকম গল্প—চার বহুজাতিক কোম্পানির “নামমাত্র উপস্থিতি, তবু স্থায়ী প্রভাব।”
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত