ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

ভেস্তে যাচ্ছে ট্রাম্পের নোবেল আশা

২০২৫ অক্টোবর ০৮ ১৪:২৪:২০

ভেস্তে যাচ্ছে ট্রাম্পের নোবেল আশা

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা হবে আগামী শুক্রবার। এবারের পুরস্কারের প্রার্থী তালিকায় আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি বহুদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, তিনি এ বছর পুরস্কারটি পাবেন না।

নরওয়ের নোবেল কমিটি স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় (বাংলাদেশে ১৪:৩০) বিজয়ীর নাম ঘোষণা করবে। বিশ্বের নজর এখন সেই মুহূর্তের দিকে।

ট্রাম্প গত দুই বছর ধরে গাজা যুদ্ধের অবসানে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে আসছেন। তবে বিশেষজ্ঞদের মতে, তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি, আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি থেকে বিচ্ছিন্ন হওয়া এবং বহুমুখী দ্বিপক্ষীয় সংঘাতের ক্ষেত্রে পদক্ষেপগুলো নোবেলের মূল শান্তি নীতির সঙ্গে মেলে না।

সুইডেনের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ভ্যালেনস্টিন জানিয়েছেন, “এ বছর ট্রাম্প নোবেল পাচ্ছেন না। তবে পরের বছর তার পদক্ষেপের প্রভাবের ভিত্তিতে সুযোগ থাকতে পারে।”

অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগার বলেন, “গাজায় শান্তি আনার প্রচেষ্টার বাইরেও ট্রাম্পের নীতি নোবেলের উদ্দেশ্য আন্তর্জাতিক সহযোগিতা, জাতির ভ্রাতৃত্ব ও নিরস্ত্রীকরণ এর সঙ্গে মেলে না।”

নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় পাঁচ সদস্যের কমিটি দ্বারা, যা প্রার্থীর সম্পূর্ণ ভূমিকা ও অর্জন মূল্যায়ন করে। এ বছর ৩৩৮ ব্যক্তি ও সংস্থাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তবে কমিটির নিয়ম অনুযায়ী ৫০ বছর পর্যন্ত তালিকা গোপন রাখা হয়।

এবার স্পষ্টভাবে পছন্দের কোনো প্রার্থী না থাকায় অসলোতে ঘনিয়ে উঠেছে নানা আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলো: সুদানের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’, রুশ নেতা অ্যালেক্সি নাভালনির বিধবা ইউলিয়া নাভালনয়া এবং অফিস ফর ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশনস অ্যান্ড হিউম্যান রাইটস।

বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক। সাম্প্রতিক বছরগুলোতে নোবেল কমিটির সিদ্ধান্তগুলো ক্ষুদ্র, শান্তিপ্রতিষ্ঠানিক কাজের দিকে বেশি মনোযোগ দিয়েছে। মানবাধিকার, গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নারী অধিকার এখন মূল গুরুত্ব পাচ্ছে।

হালভার্ড লেইরা, নরওয়ের ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক, বলেন, “আমার ধারণা, এবারের বিজয়ী বিতর্কিত হবেন না এবং সম্ভবত এমন একজন হবে, যিনি শান্তি ও মানবাধিকারে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছেন।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত