ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

মশা কেন বার বার শুধু আপনাকেই কামড়ায়? প্রতিকার কী? 

২০২৫ অক্টোবর ০৪ ১১:১৭:৩৫

মশা কেন বার বার শুধু আপনাকেই কামড়ায়? প্রতিকার কী? 

লাইফস্টাইল ডেস্ক: গরমের দিনে সন্ধ্যা নামলেই মশার উৎপাত শুরু হয়। ঘরে-বাইরে, পার্ক বা বারবিকিউ পার্টিতে মনে হয়, মশারা যেন শুধু আপনাকেই খুঁজছে। কিন্তু পাশের বন্ধু নিশ্চিন্তে গল্প করছে—কেন আপনি শুধু মশার টার্গেট? আসুন জানি, কেন মশারা আপনার প্রতি এত আগ্রহী।

আপনি কেন মশার প্রিয় খাবার

ঘাম: বেশি ঘাম মানেই মশার কাছে বেশি আকর্ষণ। ঘামে থাকা ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া মশার কাছে লাচ্ছি-ফালুদার মতো প্রিয়।

জিনগত কারণ: কিছু মানুষ জেনেটিকভাবে মশার কাছে বেশি আকর্ষণীয়। দোষ আপনার নয়, প্রকৃতির খেলা।

কার্বন ডাই-অক্সাইড রিলিজ: যত বেশি নিঃশ্বাস, মশা তত সহজে ‘হটস্পট’ সনাক্ত করে।

রক্তের গ্রুপ: ওর ‘ও’ গ্রুপের রক্ত মশার প্রিয়।

গর্ভবতী নারীরা বেশি ঝুঁকিতে

মশার স্ত্রী প্রজাতি রক্ত খায়, কারণ তাদের ডিম উৎপাদনের জন্য প্রোটিন দরকার। গর্ভবতী নারীরা বেশি গরম অনুভব করেন ও বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃশ্বাস করেন, তাই তারা মশার কাছে আরও আকর্ষণীয়। গবেষণায় দেখা গেছে, গর্ভবতী নারীরা দ্বিগুণ বেশি কামড় খেতে পারেন।

পোশাকের রঙও গুরুত্বপূর্ণ

মশা গাঢ় রঙ চেনে। কালো, লাল, নেভি—এগুলো পরলে আপনি সহজে লক্ষ্যবস্তু হন। গরমে হালকা রঙের পোশাক পরলে কিছুটা সুরক্ষা পাওয়া যায়।

ভুল ধারণা ভাঙুন

রসুন খেলে মশা দূরে থাকে—এটি মিথ।

ভিটামিন বি১২ খেলে মশা কামড়ায় না—এটিও মিথ।

অ্যালার্জি ও লাল দাগ

কিছু মানুষ মশার কামড়ের প্রতি বেশি সংবেদনশীল। এমন মানুষের শরীরে বেশি হিস্টামিন নিঃসৃত হয়, যার কারণে লাল দাগ, ফোসকা ও চুলকানি দেখা দেয়।

মশা প্রতিরোধের উপায়

  • হালকা রঙের পোশাক পরুন
  • রিপেলেন্ট ব্যবহার করুন
  • বিয়ার এড়িয়ে চলুন
  • ঠান্ডা থাকুন ও কম ঘামুন

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকার আকাশে উড়ছে খাবার

ঢাকার আকাশে উড়ছে খাবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সূচনা ঘটেছে। জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া ঢাকায় একদিনের পরীক্ষামূলক কার্যক্রমে ড্রোন ব্যবহার... বিস্তারিত