ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

বিসিবি নির্বাচন কি পিছাবে এবার?

২০২৫ অক্টোবর ০২ ১৮:১৯:২২

বিসিবি নির্বাচন কি পিছাবে এবার?

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আগে চমকপ্রদ মোড় নিয়েছে পুরো প্রক্রিয়া। একাধিক হেভিওয়েট প্রার্থী হঠাৎ করেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যার ফলে নির্বাচন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও বিতর্ক। তামিম ইকবালসহ মোট ১৫ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন, যা বিসিবির নির্বাচন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

গতকাল দুপুরে নির্বাচন কমিশন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই রফিকুল ইসলাম বাবু, তামিম ইকবালসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন। বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে এসে রফিকুল ইসলাম বাবু নির্বাচন পুনঃসূচির আহ্বান জানান।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রফিকুল ইসলাম বলেন, "এখন যে ভোটের তারিখ আছে, সেটা নিয়মনীতি মেনে পেছানো যেতে পারে। পুনঃসূচি করলে যারা যোগ্য ছিলেন কিন্তু বাদ পড়েছেন বা কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা আবার সুযোগ পেতে পারেন।"

তিনি আরও বলেন, "আমি নিশ্চিত না এটা সম্ভব কি না, তবে চাইলে অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমেও সাময়িকভাবে বোর্ড পরিচালনা করা যেতে পারে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এই সংকটের সমাধান জরুরি। আমরা আমাদের দাবিগুলো ক্রীড়া উপদেষ্টার কাছে তুলে ধরবো।"

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল গতকাল দুপুর ১২টা। তার আগেই তামিম ইকবাল বিসিবিতে এসে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর আরও ১৪ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেন। এদের অনেকেই বোর্ড পরিচালক হওয়ার দৌড়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী ছিলেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা:

  • তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস)
  • রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র)
  • মাসুদুজ্জামান (মোহামেডান)
  • সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
  • মির হেলাল (চট্টগ্রাম জেলা)
  • সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
  • ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স)
  • সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
  • তৌহিদ তারেক (পাবনা)
  • অসিফ রাব্বানী (শাইনপুকুর)
  • সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩)
  • ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
  • ফাহিম সিনহা (সূর্যতরুণ)
  • সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস)
  • ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

এই প্রার্থীদের একযোগে সরে দাঁড়ানো বিসিবি নির্বাচনকে নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত