ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
বিদেশিরা ফিরছে, দেশিরাও ভরসা রাখছে—শেয়ারবাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত

মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার

মোবারক হোসেন: দীর্ঘ সময় ধরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা দেশের শেয়ারবাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে অবশেষে সেই ধারা থেমেছে। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে বিদেশি ও প্রবাসীদের নামে নতুন ৪০টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলা হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যাও এ সময়ে বেড়েছে।
২০২৩ সালের নভেম্বর থেকে বিদেশি ও প্রবাসীরা ধারাবাহিকভাবে শেয়ারবাজার ছাড়ছিলেন। সেই প্রবণতা আগস্ট পর্যন্ত বহাল থাকলেও সেপ্টেম্বর মাসে এসে এর উল্টোচিত্র দেখা যায়। বাজার সংশ্লিষ্টদের মতে, এটি বাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত।
সিডিবিএলের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারবাজারে মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫২ হাজার ২২৭টি। গত আগস্টের শেষে এই সংখ্যা ছিল ১৬ লাখ ৪৫ হাজার ৪০১টি। অর্থাৎ এক মাসে নতুন যুক্ত হয়েছে ৬ হাজার ৮২৬টি হিসাব।
এর মধ্যে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮০১টিতে। আগস্ট শেষে এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৬১টি। অর্থাৎ সেপ্টেম্বর মাসে বিদেশি-প্রবাসীদের নতুন ৪০টি হিসাব খোলা হয়েছে।
যদিও এখন কিছুটা বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে, তবে এর আগের পরিস্থিতি ভিন্ন ছিল। ২০২৩ সালের ২৯ অক্টোবর বিদেশি ও প্রবাসীদের নামে বিও হিসাব ছিল ৫৫ হাজার ৫১২টি। তুলনামূলকভাবে বর্তমানে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭১১টিতে।
শুধু বিদেশি নয়, সেপ্টেম্বর মাসে স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যা বৃদ্ধিও লক্ষ্য করা গেছে। আগস্ট শেষে স্থানীয় বিনিয়োগকারীদের নামে বিও হিসাব ছিল ১৫ লাখ ৮৪ হাজার ১০৪টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯০ হাজার ৬৯৫টিতে। অর্থাৎ এক মাসে স্থানীয় বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৬ হাজার ৫৯১ জন।
তবে বছরের শুরু থেকে হিসাব করলে বাজারে বিনিয়োগকারী হার কমেছে। ২০২৪ সালের শুরুতে বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১টি। বর্তমানে তা কমে ১৬ লাখ ৫২ হাজার ২২৭টিতে দাঁড়িয়েছে। ফলে নয় মাসে বিনিয়োগকারীর সংখ্যা কমেছে ১ লাখ ২১ হাজার ৩২৪টি।
পুরুষ ও নারী বিনিয়োগকারীদের আলাদা চিত্রও পাওয়া গেছে। বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব ১২ লাখ ৪১ হাজার ৪৭৬টি, যা এক মাস আগে ছিল ১২ লাখ ৩৫ হাজার ৮৯৮টি। অর্থাৎ সেপ্টেম্বর মাসে নতুন ৫ হাজার ৫৭৮টি পুরুষ বিনিয়োগকারী যুক্ত হয়েছেন।
অন্যদিকে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ২০টিতে। আগস্টে এটি ছিল ৩ লাখ ৯১ হাজার ৯৭১টি। ফলে এক মাসে নারী বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ১ হাজার ৪৯ জন।
কোম্পানির নামে বিও হিসাবও বেড়েছে। বর্তমানে কোম্পানি বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩১টিতে, যা আগস্ট শেষে ছিল ১৭ হাজার ৫৩২টি। অর্থাৎ এক মাসে কোম্পানির নামে নতুন যুক্ত হয়েছে ১৯৯টি হিসাব।
এছাড়া, একক এবং যৌথ নামে খোলা বিও হিসাবেও বৃদ্ধি দেখা গেছে। সেপ্টেম্বর শেষে একক নামে বিও হিসাব দাঁড়িয়েছে ১১ লাখ ৮৮ হাজার ১৭টিতে, যা এক মাস আগে ছিল ১১ লাখ ৮১ হাজার ৭৯৮টি। যৌথ নামে হিসাব বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৪৭৯টিতে, যা আগস্টে ছিল ৪ লাখ ৪৬ হাজার ৭১টি।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের