ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

বীমা কোম্পানির অনিয়ম ফাঁস: প্রভিডেন্ট-গ্র্যাচুইটি তহবিলেও গাফিলতি

আবু তাহের নয়ন
আবু তাহের নয়ন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ০১ ২২:১৯:৫০

বীমা কোম্পানির অনিয়ম ফাঁস: প্রভিডেন্ট-গ্র্যাচুইটি তহবিলেও গাফিলতি

আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি-র বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ এনেছে নিরীক্ষক প্রতিষ্ঠান অক্টোখান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

সম্প্রতি প্রকাশিত নিরীক্ষক প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি ২০২৪ অর্থবছরে সীমার বাইরে গিয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করেছে।

নিরীক্ষক সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত বছরের হিসাবে বিজিআইসির মোট ব্যবস্থাপনা ব্যয় দাঁড়িয়েছে ২৭ কোটি ৬৫ লাখ টাকা। অথচ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্ধারিত নীতিমালা অনুযায়ী ওই সময়ে সর্বোচ্চ ১৭ কোটি ৩২ লাখ টাকা পর্যন্ত ব্যয়ের অনুমোদন ছিল। ফলে প্রতিষ্ঠানটি অনুমোদিত সীমা অতিক্রম করে ১০ কোটি ৩৩ লাখ টাকা অতিরিক্ত খরচ করেছে।

শুধু ব্যবস্থাপনা ব্যয় নয়, নিরীক্ষকরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অনিয়মের তথ্য তুলে ধরেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে অতিরিক্ত ব্যয় করার কারণে কোম্পানিটি প্রভিডেন্ট ফান্ডে কোনো অর্থ জমা রাখতে পারেনি। একইসঙ্গে গ্র্যাচুইটি তহবিলের যথাযথ মূল্যায়নও করা হয়নি, যা সরাসরি আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএস-১৯)-এর লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন-

বীমা খাতে কেলেঙ্কারি: ডামি এজেন্ট বানিয়ে চলছে 'পারিবারিক দুর্নীতি'!

অন্যদিকে, শ্রমিকদের প্রাপ্য অধিকার নিয়েও প্রশ্ন উঠেছে। নিরীক্ষকের প্রতিবেদনে অভিযোগ আনা হয়েছে, বিজিআইসি শ্রমিকদের লাভ অংশগ্রহণ তহবিল (ডব্লিউপিপিএফ) গঠন করেনি। অথচ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, এই তহবিল গঠন সব প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। ফলে কোম্পানির এই অনিয়ম আইনি জটিলতায় পড়তে পারে বলেও মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

সব মিলিয়ে নিরীক্ষক সংস্থা অক্টোখানের প্রতিবেদনে বিজিআইসির আর্থিক শৃঙ্খলা ও দায়বদ্ধতার ঘাটতি স্পষ্টভাবে উঠে এসেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে, দীর্ঘমেয়াদে এই ধরনের অনিয়ম কোম্পানির ভাবমূর্তি ও কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত