ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
নিরাপদে প্রতিমা বিসর্জনে প্রস্তুত রাজধানী
.jpg)
নিজস্ব প্রতিবেদক: বিদায়ের সুর বেজে উঠেছে শারদীয় দুর্গাপূজায়। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এবার রাজধানীর ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর ১০টি ঘাটে।
বিসর্জনের জন্য নির্ধারিত ঘাটগুলো হলো: বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশান ঘাট, আমিনবাজার ব্রিজ ঘাট, বসিলা ব্রিজ ঘাট এবং বালু নদের কয়েতপাড়া ঘাট। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় হবে বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, অধিকাংশ মণ্ডপ থেকে প্রতিমা প্রথমে আনা হবে ঢাকেশ্বরী মন্দিরে। সেখান থেকে শোভাযাত্রাসহ বিসর্জনের ঘাটে নিয়ে যাওয়া হবে। নির্বিঘ্ন বিসর্জনের লক্ষ্যে প্রতিটি ঘাটে বসানো হয়েছে সিসিটিভি। প্রস্তুত রাখা হয়েছে সোয়াত, বোম ডিসপোজাল ও কে-নাইন ইউনিট।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, বিসর্জন ঘিরে প্রায় ৬ হাজার ৯০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে তিনটি অস্থায়ী ওয়াচ টাওয়ার।
নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে র্যাবের ৯৪টি টহল দল। থাকবে সাদা পোশাকেও সদস্য। র্যাব সদর দপ্তর ও প্রতিটি ব্যাটালিয়ন থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া বিসর্জনের সময় দুর্ঘটনা ঠেকাতে প্রস্তুত থাকবে সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।
বুড়িগঙ্গায় থাকবে নৌ পুলিশের ৬টি ট্রলার, ২টি স্পিডবোট ও ২টি ওয়াটার বাইক। কোস্ট গার্ডের পক্ষ থেকে থাকবে মাইকিং, টহল ও ডুবুরি দল।
কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক জানান, “বিসর্জনে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।”
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, “সাম্য ও সৌহার্দ্যের মাধ্যমে দেশের সব ধর্মাবলম্বী যাতে উৎসব পালন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বদা প্রস্তুত।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- আর্থিক চাপ কাটাতে ভবন বিক্রি করছে শেয়ারবাজারের দুই প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল