ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: বাংলাদেশের দুই শীর্ষ জুতাশিল্প কোম্পানি—অ্যাপেক্স ফুটওয়্যার ও বাটা শু কোম্পানি (বাংলাদেশ)— সদ্য সমাপ্ত অর্থবছরে বড় ধরনের মুনাফা পতনের মুখে পড়েছে। স্থায়ী মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধি এবং অস্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ ভোক্তিনির্ভর শিল্পে যে চাপ তৈরি করেছে, এই ফলাফল তারই প্রতিফলন। এপেক্স যেখানে মুনাফায় ২৩ শতাংশ পতন দেখিয়েছে, সেখানে বাটার মুনাফা কমেছে আরও বেশি—৪১.২৬ শতাংশ।
দেশের অন্যতম বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা কমে দাঁড়িয়েছে ১৩ কোটি ৫৫ লাখ টাকায়, যা আগের বছর ছিল ১৭ কোটি ৬৪ লাখ টাকা। শেয়ারপ্রতি আয়ও কমে দাঁড়িয়েছে ৮ টাকা ৬২ পয়সায়, যা এক বছর আগে ছিল ১১ টাকা ২২ পয়সা। বিশেষ করে জানুয়ারি থেকে জুন ২০২৫ সময়কালে কোম্পানিটির মুনাফা ৪২ শতাংশ কমে দাঁড়ায় ৭ কোটি ৫৩ লাখ টাকায়। অথচ জুলাই–মার্চ সময়ে রাজস্ব বেড়ে হয়েছিল ১ হাজার ৩৬৯ কোটি টাকা। কিন্তু প্রবৃদ্ধি সত্ত্বেও মুনাফা ধরে রাখা যায়নি।
অ্যাপেক্স ফুটওয়্যারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রপ্তানি আয়ের ওপর উৎসে কর বাড়ার কারণে কোম্পানির আয়করে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। অন্যদিকে, মুদ্রাস্ফীতির কারণে স্থানীয় বাজারে সারা বছর ছাড় দিয়ে বিক্রি করতে হওয়ায় মুনাফা আরও কমেছে।
শেয়ারহোল্ডারদের জন্য অ্যাপেক্স ফুটওয়্যার এবার ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে—এর মধ্যে ২৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ স্টক। আগের বছর এটি ছিল ৩৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক। ডিভিডেন্ড প্রস্তাব অনুমোদনের জন্য আগামী ২৬ নভেম্বর বার্ষিক সাধারণ সভায় উপস্থাপন করা হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, পরিশোধিত মূলধন ধাপে ধাপে বাড়ানোর লক্ষ্যেই কোম্পানিটি গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে স্টক ডিভিডেন্ড দিয়ে আসছে। বর্তমানে অ্যাপেক্সের মূলধন দাঁড়িয়েছে ১৫.৭২ কোটি টাকায়, যেখানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির ন্যূনতম মূলধন থাকতে হবে ৩০ কোটি টাকা।
অন্যদিকে, বহুজাতিক জুতা ব্র্যান্ড বাটা শু কোম্পানি (বাংলাদেশ) ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা করেছে মাত্র ১৯ কোটি ৬০ লাখ টাকা, যা আগের বছর ছিল ৩৩ কোটি ৩৭ লাখ টাকা। চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৯ কোটি ৬৪ লাখ টাকার নিট লোকসানের মুখে পড়ে। একই সময়ে কোম্পানির রাজস্বও ৬.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯০৭ কোটি ৭৩ লাখ টাকায়।
কোম্পানিটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বছরের শুরুতে কিছু ব্যতিক্রমী পরিস্থিতি তাদের ব্যবসাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এপ্রিলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ভুলবশত বাটাকে ইসরায়েল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মনে করে দেশের বিভিন্ন শহরে (সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও কুমিল্লা) শোরুম ভাঙচুর করে। এতে বিক্রি ব্যাহত হয় এবং উল্লেখযোগ্য ক্ষতি হয়। পরে কোম্পানি পরিষ্কার করে জানায়, বাটা একটি চেক প্রজাতন্ত্রভিত্তিক পারিবারিক মালিকানাধীন বহুজাতিক প্রতিষ্ঠান, এর সঙ্গে ইসরায়েল বা চলমান সংঘাতের কোনো সম্পর্ক নেই।
২০২৪ সালে বাটা শেয়ারহোল্ডারদের জন্য ৪৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
শিল্প বিশ্লেষকদের মতে, অ্যাপেক্স ও বাটা উভয় প্রতিষ্ঠানই মূলত একই ধরনের চাপের মধ্যে রয়েছে। আর্থিক ব্যয়ের ঊর্ধ্বগতি, আয়করের বাড়তি চাপ, দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি এবং ব্যবসাবান্ধব পরিবেশের অভাব—সব মিলিয়ে ভোক্তিনির্ভর শিল্পে মুনাফা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। রপ্তানিমুখী প্রতিষ্ঠান এপেক্সের জন্য বিশ্ববাজারের চাহিদা হ্রাস ও করনীতির চাপ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বাটার মতো খুচরা বাজারনির্ভর প্রতিষ্ঠানের জন্য ক্রয়ক্ষমতা হ্রাস ও অপ্রত্যাশিত ভাঙচুর আরও বড় আঘাত হয়ে এসেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)