ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

মনিটরিং দুর্বলতায় বাজারে সুযোগসন্ধানী চক্র সক্রিয়

২০২৫ ডিসেম্বর ০৩ ১৫:০৪:২৩

মনিটরিং দুর্বলতায় বাজারে সুযোগসন্ধানী চক্র সক্রিয়

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কার্যকর মনিটরিং না থাকায় বাজারে স্থিতিশীলতা আসছে না বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন প্রায় একই চিত্র—একদিন সূচক বাড়ে, আবার এক-দু’দিন পরই দেখা দেয় পতন। এই অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি সুযোগসন্ধানী চক্র। নিজেদের স্বার্থে তারা বাজারকে কখনো ঊর্ধ্বমুখী করছে, আবার ইচ্ছামতো নিচেও নামিয়ে দিচ্ছে। ফলে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরে না আসায় সবচেয়ে বেশি ভুগছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাজার সংশ্লিষ্টরা সতর্ক করে বলছেন, এ পরিস্থিতি চলতে থাকলে বিনিয়োগকারীদের আস্থা আরও কমে যেতে পারে।

তাদের মতে, বর্তমান বাজার পরিস্থিতি দেখে মনে হচ্ছে স্থিতিশীলতা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার কোনো সক্রিয় উদ্যোগ নেই। বরং সাম্প্রতিক সময়ে নেওয়া বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আস্থা আরও দুর্বল করেছে। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বাজার মনিটরিং ব্যবস্থায় কঠোরতা আনলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব বলে তারা মনে করেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৭.৪৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৪.৩৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৮.৩০ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯৩টির দর বেড়েছে, ২৩৬টির দর কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৪০৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৯ কোটি ৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৬ কোটি ৩৪ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ৮৪টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪০.৫০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১.৯২ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত