ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় বিনিয়োগকারীরা

২০২৫ ডিসেম্বর ০৪ ১৪:৫৭:৪৯

বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় বিনিয়োগকারীরা

টানা পতনের চাপ কাটিয়ে সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার ঘুরে দাঁড়াবে—এমন প্রত্যাশা থাকলেও বিনিয়োগকারীরা শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। চলতি সপ্তাহে প্রথম দুই দিন উল্লেখযোগ্য দরপতনের পর তৃতীয় দিনে সামান্য উন্নতির আভাস মিলেছিল। তবে পরবর্তী সেশনেই আবার সূচক নিচে নামতে থাকে এবং তার ধারাবাহিকতায় বুধবার (০৪ ডিসেম্বর) শেষ কর্মদিবসেও বাজার পতনের মধ্যেই সপ্তাহ শেষ করেছে।

বাজারের এই নিম্নমুখী অবস্থার মাঝেও বিনিয়োগকারীদের অনেকেই ভবিষ্যতে বাজার ঘুরে দাঁড়ানোর আশায় নিজেদের ধরে রাখা শেয়ার বিক্রি করেননি। ফলে সূচক কমলেও লেনদেনের পরিমাণ টাকার অংকে তেমন বাড়েনি, যা বিনিয়োগকারীদের ‘হোল্ডিং স্ট্র্যাটেজি’র প্রতিফলন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪০.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮৬.৫৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৪.৭৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯১.৬৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৪টির দর বেড়েছে, ৩০৭টির দর কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৩৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪০৫ কোটি ৪১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪১ কোটি ৪ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৫টির, কমেছে ১০৬টির এবং পরিবর্তন হয়নি ১৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৪.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৪৭.১৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০.৬৫ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত