ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়াকে নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা পেছাল

২০২৫ ডিসেম্বর ০৫ ১৮:৪০:০৬

খালেদা জিয়াকে নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা পেছাল

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কারিগরি জটিলতার কারণে পূর্বনির্ধারিত শুক্রবারের যাত্রা বাতিল হওয়ায়, শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেল ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, কাতার রাজপরিবারের নিজস্ব এয়ার অ্যাম্বুলেন্সটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এখন জার্মানির ‘এফএআই রেন্ট এ জেট জিএমবিএইচ’ কোম্পানির একটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ (CL60) সিরিজের জেট ভাড়া করা হয়েছে, যা শনিবার বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানটি ঢাকা থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে লন্ডনে যাবে।

এদিকে, বিমান শনিবার পৌঁছলেও খালেদা জিয়ার দেশ ছাড়ার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড চূড়ান্ত অনুমতি দিলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার উন্নত চিকিৎসার জন্যই তাকে বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত