ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
সরকার আবেগের বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নেবে না: বাণিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অতীতের পাটশিল্পের মতো বস্ত্রখাতে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছেন, সরকার আবেগের বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নেবে না। দেশের লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন করা, আর তা পূরণে শিল্প, একাডেমিয়া এবং নীতি সহায়তার মধ্যে যথাযথ সমন্বয় ঘটানো হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ‘জাতীয় বস্ত্র দিবস ২০২৫’ উপলক্ষে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটির শিরোনাম ছিল ‘রেজিলিয়েন্স অ্যান্ড রিইনভেনশন: ক্রিয়েটিং স্কিল্ড প্রফেশনালস ফর টেক্সটাইল অ্যান্ড এপারেল সেক্টর অব বাংলাদেশ’।
উপদেষ্টা বলেন, ‘বস্ত্র শিল্প একটি কমোডিটি ইন্ডাস্ট্রি। এখানে উৎপাদন ব্যয়ের প্রায় ৮০ শতাংশই চলে যায় কাঁচামালে। বাকি ২০ শতাংশ থেকেই মুনাফা বের করে আনতে হয়, যার জন্য দক্ষতা অপরিহার্য। দক্ষতা উন্নয়নে ভুল করলে পুরো শিল্প পিছিয়ে পড়বে।’
টেক্সটাইল শিক্ষার মান ও শিল্পের চাহিদার মধ্যে ব্যবধান রয়েছে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, টেক্সটাইল শিক্ষা ব্যবহারিক হতে হবে। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সংযোগ না থাকায় শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছে। তিনি মধ্যপ্রাচ্যের তেলের উদাহরণ টেনে বলেন, ‘তাদের আছে ক্রুড অয়েল, আর আমাদের আছে ১৮ কোটি মানুষ। এই বিশাল জনগোষ্ঠীকে রিফাইন করে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে আমরা সমৃদ্ধির শিখরে পৌঁছাব।’
সেমিনারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি বলেন, দক্ষ ও যুগোপযোগী শ্রমশক্তি তৈরিতে সরকার কাজ করছে। আলোচনায় উঠে আসা সমস্যাগুলো সমাধানে মন্ত্রণালয় উদ্যোগী হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)