ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

জানা গেল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

২০২৫ অক্টোবর ০১ ১৭:৩৬:০৮

জানা গেল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য দেশের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ভর্তি পরীক্ষা জাতীয় নির্বাচনের আগে আয়োজন করা হবে না। সংশ্লিষ্ট সূত্রের খবর, নির্বাচনের কারণে পরীক্ষা পিছিয়ে আগামী বছরের মার্চ বা এপ্রিলের দিকে নেওয়া হতে পারে। এ বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

মেডিকেল কলেজসমূহ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও একই সময়ে পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে ফেব্রুয়ারির আগে যথাযথ সময় সীমিত হওয়ায় ভর্তি কার্যক্রম সম্ভবপর নয়। রমজান মাসও বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। ইউজিসির সঙ্গে বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গঠিত কমিটি নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়গুলো পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জানিয়েছেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। নির্বাচনের আগে মেডিকেলসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে কারণে গুচ্ছ ভর্তি পরীক্ষা মার্চ-এপ্রিলের দিকে আয়োজন করা হতে পারে। এছাড়া, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাওয়া পাঁচটি বিশ্ববিদ্যালয় আবার ফিরতে পারে।

গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় ১৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল। এর আগের বছর ২৪টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তবে এর মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয় আলাদা ভর্তি নিয়েছে। এবার কিছু বিশ্ববিদ্যালয় আবার গুচ্ছভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে বলে আশা করা হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, উত্তরপত্র দেখা শেষ করার পর আশা করছি ১৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত