ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

নিরাপদে দুর্গাপূজা উদযাপনে তারেক রহমানের বার্তা

২০২৫ অক্টোবর ০১ ২০:২৭:৫৬

নিরাপদে দুর্গাপূজা উদযাপনে তারেক রহমানের বার্তা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের উৎসাহ উদ্দীপনা নিয়ে নিরাপদ ও নিশ্চিন্তে উদযাপনের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি।’

তারেক রহমান উল্লেখ করেন, ‘বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করে আসছে, যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অনন্য দিক। এই উৎসব একদিকে যেমন কাশফুলের সৌন্দর্য ও শীতের আগমনের বার্তা দেয়, অন্যদিকে এটি অন্ধকার থেকে আলোর উদ্ভাসন।’

তিনি আরও বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে আমি মনে করি উৎসবের মাধ্যমে আমাদের ধর্ম, গোত্র ও সম্প্রদায়গুলোর মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়। আমাদের সংবিধান নিশ্চিত করেছে দেশের সব নাগরিকের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের।’

তাঁর বক্তব্যে হাদিসের একটি অংশ উদ্ধৃত করে তিনি বলেন, ‘যে ব্যক্তি দেশের অমুসলিম নাগরিকদের নির্যাতন বা তাদের অধিকার লঙ্ঘন করে, তার বিরুদ্ধে নবী করিম (সা.) কিয়ামতের দিনে লড়াই করবেন।’

তারা বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিকদের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। যারা সমাজে বিভাজন সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।’

অবশেষে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের সাম্প্রদায়িক বিরোধ বা নিরাপত্তা বিঘ্ন ঘটতে দেবেন না।’

তারেক রহমান দেশের হিন্দু সম্প্রদায়কে অনুরোধ করেন, ‘আপনারা উৎসাহ-উদ্দীপনা নিয়ে নিশ্চিন্তে, নিরাপদে সারাদেশে আনন্দময় দুর্গাপূজা উদযাপন করুন এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।’

তিনি যোগ করেন, ‘আমিও এবং বিএনপি দল বিশ্বাস করি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও সফলতা কামনা করছি।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত