ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সবুজ বাজারে ১২ ছোট শেয়ারে লাল সংকেত

আবু তাহের নয়ন
আবু তাহের নয়ন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ০১ ১৩:১৫:২৭

সবুজ বাজারে ১২ ছোট শেয়ারে লাল সংকেত

আবু তাহের নয়ন: শেয়ারবাজারে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উত্থানমুখী প্রবণতা দেখা গেলেও স্বল্প মূলধনী কোম্পানিগুলো ভিন্ন চিত্র উপস্থাপন করেছে। প্রধান দুটি বাজারেই সূচক বেড়েছে, লেনদেনের পরিমাণও উন্নত হয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। কিন্তু তারপরও ছোট মূলধনী অনেক কোম্পানির শেয়ার উল্টো পথে হাঁটায় বাজারে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

শেয়ারবাজারে বর্তমানে পরিশোধিত মূলধন ১০ কোটি টাকার নিচে রয়েছে, এমন কোম্পানি রয়েছে ২৫টি। এই স্বল্প মূলধনী ২৫টি কোম্পানির মধ্যে মঙ্গলবার ১২টির দামই কমেছে। বাকি ১৩টির দাম সামান্য বেড়েছে, তবে কোনোটিই দিনের শীর্ষ দরবৃদ্ধির তালিকায় উঠতে পারেনি। অথচ প্রায় প্রতিদিনই ছোট মূলধনী শেয়ারগুলোতে বড় উত্থান দেখা যায়।

যেসব ছোট মূলধনী কোম্পানির দর এদিন কমেছে সেগুলো হলো—অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিনিং, দুলামিয়া কটন, দেশ গার্মেন্টস, জিকিউ বলপেন, হামি ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স, রহিম টেক্সটাইল, রেনউইক যজেনশ্বর ও শ্যামপুর সুগার মিলস।

কোম্পানিগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিনিং এবং রহিম টেক্সটাইল।‘বি’ ক্যাটাগরিতে আছে দেশ গার্মেন্টস ও জিকিউ বলপেন। আর ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত রয়েছে দুলামিয়া কটন, হামি ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স, রেনউইক যজেনশ্বর ও শ্যামপুর সুগার মিলস।

তালিকাভুক্ত এসব কোম্পানির মধ্যে দুলামিয়া কটন চলতি অর্থবছরে (৩০ জুন, ২০২৫ সমাপ্ত) ৩ শতাংশ ক্যঅশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন করতে পারলে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ার সুযোগ পাবে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মূলত ছোট মূলধনী শেয়ারগুলোতে দাম ওঠানামা অনেকটা হঠাৎ করেই ঘটে। বেশিরভাগ সময় কোম্পানির মৌলিক শক্তি বা আর্থিক অবস্থা এসব পরিবর্তনের পেছনে কাজ করে না। তাই এসব শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সামগ্রিকভাবে বাজারের সূচক ও লেনদেন ইতিবাচক থাকলেও স্বল্প মূলধনী শেয়ারগুলোতে এদিন ভিন্ন ধারা লক্ষ্য করা গেছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন জেগেছে—স্বল্প মূলধনী শেয়ারগুলোর এমন আচরণ সাময়িক নাকি বড় ধরনের অস্বাভাবিক প্রবণতার ইঙ্গিত।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত