ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

৫২ সপ্তাহে রেকর্ড উচ্চতায় ৯ কোম্পানির শেয়ার

মোবারক হোসেন
মোবারক হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ০১ ১২:২৮:০১

৫২ সপ্তাহে রেকর্ড উচ্চতায় ৯ কোম্পানির শেয়ার

মোবারক হোসেন: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হলো কোনো শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য। এটি একদিকে বিনিয়োগকারীদের আস্থা প্রকাশ করে, অন্যদিকে সংশ্লিষ্ট কোম্পানির প্রতি শেয়ারবাজারের বাড়তি আগ্রহকেও নির্দেশ করে। আবার সর্বোচ্চ দামে উঠায় কোম্পানিগুলোর শেয়ারে নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতাও প্রকাশ করে।

সর্বশেষ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৯টি কোম্পানির শেয়ার ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। স্টকনাও সর্বোচ্চ দামে উঠা কোম্পানিগুলোর তথ্য জানিয়েছে। এই প্রবণতা বাজার পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে, কোন শক্ত ভিত্তির ওপর ভর করে এই কোম্পানিগুলোর দর এত উঁচুতে পৌঁছাল।

যেসব কোম্পানি সর্বোচ্চ উচ্চতায় উঠেছে, সেগুলোর নাম ও সর্বশেষ দর—

আল মদিনা ফার্মা – শেয়ার দর দাঁড়িয়েছে ৪৪ টাকা।

বিডি পেইন্টস – মূল্য বেড়ে হয়েছে ৪১ টাকা ৯০ পয়সা।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স – লেনদেন হয়েছে ৬৯ টাকা ১০ পয়সায়।

সিভিও পেট্রো কেমিক্যাল – শেয়ার দর পৌঁছেছে ১৭৯ টাকা ৫০ পয়সায়।

ফাইন ফুডস – সর্বশেষ দর দাঁড়িয়েছে ৩১৬ টাকা ৭০ পয়সায়।

কেঅ্যান্ডকিউ – বাজারমূল্য বেড়ে হয়েছে ৪২০ টাকা ৯০ পয়সা।

প্রগতি ইন্স্যুরেন্স – শেয়ার দর উঠেছে ৬৪ টাকা ৩০ পয়সায়।

রিলায়েন্স ইন্স্যুরেন্স – লেনদেন হয়েছে ৬৮ টাকায়।

সামিট অ্যালায়েন্স পোর্ট-সাপোর্ট – শেয়ার দর দাঁড়িয়েছে ৪২ টাকা ৫০ পয়সায়।

বাজার বিশ্লেষকদের মতামত

বাজারসংশ্লিষ্টরা বলছেন, এসব কোম্পানির শেয়ারের দাম মূল্য সংবেদনশীল কোনো কারণ ছাড়াই টানা বেড়ে ৫২ সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছেছে। অভিযোগ রয়েছে, একটি অশুভ শক্তি বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে কৃত্রিম চাহিদা তৈরি করে অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হয়েছে।

তাদের মতে, এই ধরনের শেয়ারে নতুন করে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের অবশ্যই কোম্পানির সর্বশেষ আর্থিক অবস্থা, ডিভিডেন্ড ইতিহাস ও ব্যবসায়িক কার্যক্রম ভালোভাবে পর্যালোচনা করতে হবে। কেবল গুঞ্জন ও অপপ্রচারের উপর নির্ভর করে নতুন করে বিনিয়োগ করা শুভ হবে ন। তাহেল অতিমূল্যায়িত দরে লেনদেন হওয়া এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে অজানা ঝুঁকির মুখে পড়তে হতে পারে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত