ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

প্রতারণার টাকায় সাম্রাজ্য, কোটি টাকার সম্পদ জব্দ

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৬:৪৯:২৯

প্রতারণার টাকায় সাম্রাজ্য, কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদ: শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের মালিকানাধীন বিপুল সম্পদ জব্দ করেছে সিআইডি। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে কেনা প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার স্থাবর সম্পত্তি আদালতের নির্দেশে ক্রোক করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

প্রাথমিক অনুসন্ধানে প্রতারণার প্রমাণ মেলায় গুলশান (ডিএমপি) থানায় গত ৪ মে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। পরে ১৪ জুলাই ধানমন্ডি থেকে খায়রুলকে গ্রেফতার করে সিআইডি আদালতে সোপর্দ করে।

তদন্তে বেরিয়ে আসে, প্রতারণার টাকায় ১২২ দশমিক ৪৫ শতাংশ জমি কেনেন খায়রুল বাশার, যার বাজারমূল্য প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকা। সিআইডির আবেদনের ভিত্তিতে সিনিয়র স্পেশাল জজ আদালত উক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয় দিলেও তিনি আসলে সংঘবদ্ধ প্রতারক চক্রের নেতৃত্ব দিয়েছেন। তার নামে আরও স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত