ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
ঢাবিতে মাদক সেবন, : ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা, ২ জনকে মুচলেকায় ছাড়া

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে গাঁজা সেবনের অভিযোগে চারজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুজন হলটির আবাসিক শিক্ষার্থী এবং অপর দুজন অন্য হলের শিক্ষার্থী।
আটক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ শেষে বহিরাগত দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া হলের আবাসিক দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে হল প্রশাসন। মঙ্গলবার শহীদুল্লাহ্ হলের প্রধান ভবনের ১০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হলে উপস্থিত হন হলের আবাসিক শিক্ষক ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। তিনি জানান, কক্ষে জিজ্ঞাসাবাদের সময় তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।
আটককৃতদের মধ্যে শহীদুল্লাহ্ হলের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান শান্ত এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ফয়সাল রয়েছেন। তারা দুজনেই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপর দুজন হলেন আইন বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ হোসেন (স্যার এফ রহমান হল) এবং আইবিএর শিক্ষার্থী ফাহিম মুনতাসীর। তারা দুজনেই ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অভিযোগের ভিত্তিতে ১০৪ নং কক্ষে রুলিং পেপার, অধিকা পরিমাণে সিগারেটের খোসা ইত্যাদি পায় প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসন। সরেজমিনে গিয়ে একই ফ্লোরে থাকা শিক্ষার্থীদের সাথে কথা হয়। তাদের অভিযোগ, শহীদুল্লাহ হলের ১০৪ নম্বর কক্ষ থেকে প্রায়ই গাঁজার গন্ধ পাওয়া যায়। এক আবাসিক শিক্ষার্থী জানান, ওই রুমে নিয়মিত মাদক সেবন করা হলেও এতদিন কেউ বিষয়টি প্রকাশ করেনি। পরে এক শিক্ষার্থী হল সংসদ ও হল প্রশাসনকে জানালে তারা সেখানে উপস্থিত হন। ঘটনাস্থলে একজন মাদক সেবনের কথা স্বীকার করে, যদিও বহিরাগতরা দাবি করে তারা সেদিন সকালেই সেখানে এসেছিল।
জানা যায়, আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ হোসেন মূলত স্যার এফ রহমান হলের শিক্ষার্থী হলেও অবৈধভাবে শেখ মুজিব হলের ৭০২২ নম্বর কক্ষে থাকতেন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বহিরাগতদের এনে হলে মাদক সেবন করতেন। মুচলেকা দিয়ে ছাড়ার পরে তাকে একই কক্ষে থাকতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে আটক হওয়ার সময়কার পোশাকেই দুপুর ২টার দিকে তাকে শেখ মুজিব হলে প্রবেশ করে ওই কক্ষে যান।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কার্জন হল এলাকার সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী বলেন, বহিরাগত দুই শিক্ষার্থী হলে থাকা তাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছিল। তারা মাদক সেবনের সঙ্গে সরাসরি জড়িত নয় বলে দাবি করেছে। তবে রুমে মাদক সেবনের বিভিন্ন জিনিস পাওয়া গেছে।বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদের প্রক্টর অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- আর্থিক চাপ কাটাতে ভবন বিক্রি করছে শেয়ারবাজারের দুই প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল