ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

মা ইলিশ রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার

২০২৫ অক্টোবর ০১ ২১:৪৩:১১

মা ইলিশ রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, চলতি বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমানবাহিনী ড্রোন ব্যবহার করে তদারকি করবে।

বুধবার (১ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহার দুর্গামণ্ডপ পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফরিদা আক্তার জানান, ‘আমরা দেশের সুরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিবছরের মতো এ বছরও ২২ দিনের ইলিশ ধরা নিষেধাজ্ঞা থাকবে, যা ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।’

তিনি আরও বলেন, ‘গত বছর আমাদের উদ্যোগ সফল হয়েছে, যার ফলে ৫২.৫ শতাংশ মা ইলিশ সুরক্ষিত হয়েছে।’

উপদেষ্টা আরো জানান, ইলিশ মাছের আহরণের কমতির প্রধান কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জালের ব্যবহার, তাই এ বছর আরও বেশি সতর্কতা অবলম্বন করা হবে। আশা করছি, এবারে মা ইলিশ আরও ভালোভাবে রক্ষা করা সম্ভব হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত