ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: চলতি সপ্তাহের তিন কার্যদিবসে (রবিবার, সোমবার ও মঙ্গলবার) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৮টি কোম্পানি বিনিয়োগকারীদের ডিভিডেন্ডর স্বাদ দেখালেও দুটি কোম্পানি ‘নো ডিভিডেন্ড’-এর লাল কার্ড দেখিয়েছে। এছাড়া, একটি কোম্পানি ৩০ বছর পর বিনিয়োগকারীদের ডিভিডেন্ডের চমক দেখিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিগুলোর ডিভিডেন্ডের খবর জানিয়েছে।
কোম্পানিগুলোর নাম, ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো—
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল: কোম্পানিটি ৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ৬৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল। সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২১ টাকা ৪৬ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২৩ টাকা ১৬ পয়সা, যা আগের বছর ছিল ১২ টাকা ৪৮ পয়সা। আলোচ্য সময়ে ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২৫ টাকা ৬৯ পয়সায়। যা আগের বছর ছিল ১১১ টাকা ৯৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ অক্টোবর।
অ্যাপেক্স ফুটওয়্যার : কোম্পানিটি ৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ২৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৬২ পয়সা।আগের অর্থবছর ইপিএস ছিল ১১ টাকা ২২ পয়সা। আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৪৮ পয়সা। আগের বছর যা ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩৬ টাকা ৬৮ পয়সা। আগামী ২৬ নভেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অ্যাপেক্স ফুটওয়্যারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করতে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।
এনভয় টেক্সটাইল: কোম্পানিটি ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ২০ শতাংশ ক্যাশ। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সায়। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৫৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪ টাকা ৭৭ পয়সায়। আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ৬৮ পয়সা। ২০২৫ সালের জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩২ পয়সায়। আগের বছর ছিল ৫১ টাকা ৯৩ পয়সা। আগামী ৬ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে (সরাসরি ও অনলাইনে) কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য ২৬ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
সিভিও পেট্রোকেমিক্যাল: কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ এবং ৯ শতাংশ স্টক ডিভিডেন্ড। আলোচ্য অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮২ পয়সা, যেখানে আগের বছর ছিল ২ টাকা ৩৪ পয়সা। এই সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো উল্লেখযোগ্যভাবে বেড়ে ৭ টাকা ৬৫ পয়সা হয়েছে, যেখানে আগের বছর ছিল ২ টাকা ৭৭ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মুল্যায়নের পর দাঁড়িয়েছে ৩০ টাকা ২৯ পয়সায়। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে। এজিএম-র জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর ২০২৫।
দুলামিয়া কটন: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৪১ পয়সা। এছাড়া আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৪১ পয়সা। আাগের বছর একই সময় যা ছিল মাইনাস ৪০ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩৯ টাকা ৮৩ পয়সা। আগের বছর যা ছিল মাইনাস ৪০ টাকা ৮ পয়সা। আগামী ৩ ডিসেম্বর বেলা ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করেছে কোম্পানিটি।
বঙ্গজ: কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করবে। আগের বছর ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৮ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ৩১ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৩৮ পয়সা। এর আগের বছরে ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ১৫ পয়সা। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২ পয়সা। আগের বছর যা ছিল ২১ টাকা ১ পয়সা। আগামী ১২ নভেম্বর সকাল ১০টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করেছে ২১ অক্টোবর।
তাল্লু স্পিনিং: কোম্পানিটি এবারও কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে তাল্লু স্পিনিং শেয়ারপ্রতি লোকসান করেছে ২ টাকা ৭৯ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৭০ পয়সা। এ ছাড়া, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৪ টাকায়। আগের বছর যা ছিল ১৬ টাকা ১৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩ পয়সা। আগের বছর যা ছিল ১ পয়সা। আগামী ১২ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভার জন্য রেকর্ড ডেট ২১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
মিথুন নিটিং: কোম্পানিটি এবারও কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। কোম্পানিটি জানিয়েছে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে ফ্যাক্টরি বা কারখানা বন্ধ থাকায় তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) শূন্য ছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কোম্পানিটি আরও উল্লেখ করেছে, সিইপিজেড (সিইপিজেড)-এর সাথে তাদের ইজারা চুক্তিটি ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে বাতিল করা হয়েছে। এছাড়া, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর এক নোটিশের মাধ্যমে কোম্পানি কর্তৃপক্ষকে তাদের স্থায়ী সম্পত্তি নিলামে তোলার বিষয়ে জানানো হয়েছে। আগামী ১২ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট হিসেবে নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)