ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
জামায়াতের নির্বাচনে জেতার সম্ভাবনা নেই: মির্জা ফখরুল
.jpg)
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতির মাঠে নতুন চিত্র ফুটে উঠেছে। বিএনপি এখন মুখোমুখি অবস্থানে রয়েছে তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে নিয়ে। বিএনপির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াত বিভিন্ন সময়ের সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন পদ্ধতির বিষয়ে বিএনপির অবস্থানের বিপরীতে অবস্থান নিয়েছে।
নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াত মিডিয়ার কেন্দ্রবিন্দুতে এলেও জনমনে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। তিনি বলেন, ‘দলটি সুসংগঠিত হলেও জনগণের মধ্যে তাদের প্রভাব ভোটে জয়ের জন্য পর্যাপ্ত নয়।’
তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত সুবিধাজনক অবস্থানে আছে। তবে জনগণের মধ্যে খুব বেশি প্রভাব বেড়ে গেছে বলেও তিনি মনে করেন না।
ফখরুল জামায়াতকে সুসংগঠিত এবং সম্পদের দিক থেকে শক্তিশালী উল্লেখ করেন। তিনি বলেন, ‘তারা যথেষ্ট ফান্ড এবং সংগঠিত রাজনৈতিক দল। এটি তাদের প্লাস পয়েন্ট। তবে জনগণের কাছে গিয়ে পুরো নির্বাচনে জেতার সম্ভাবনা নেই।’
তিনি বৈশ্বিক রাজনীতির প্রসঙ্গে বলেন, গোটা পৃথিবীর মতো বাংলাদেশেও ডানপন্থি রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে। তবে তা ভোটের মাঠে সফল হবে না বলেই তার বিশ্বাস।
শেষে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময়মত দেশে ফিরবেন এবং দলের কার্যক্রম চালিয়ে যাবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক