ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

জামায়াতের নির্বাচনে জেতার সম্ভাবনা নেই: মির্জা ফখরুল

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১০:৪৭:২৭

জামায়াতের নির্বাচনে জেতার সম্ভাবনা নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতির মাঠে নতুন চিত্র ফুটে উঠেছে। বিএনপি এখন মুখোমুখি অবস্থানে রয়েছে তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে নিয়ে। বিএনপির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াত বিভিন্ন সময়ের সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন পদ্ধতির বিষয়ে বিএনপির অবস্থানের বিপরীতে অবস্থান নিয়েছে।

নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াত মিডিয়ার কেন্দ্রবিন্দুতে এলেও জনমনে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। তিনি বলেন, ‘দলটি সুসংগঠিত হলেও জনগণের মধ্যে তাদের প্রভাব ভোটে জয়ের জন্য পর্যাপ্ত নয়।’

তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত সুবিধাজনক অবস্থানে আছে। তবে জনগণের মধ্যে খুব বেশি প্রভাব বেড়ে গেছে বলেও তিনি মনে করেন না।

ফখরুল জামায়াতকে সুসংগঠিত এবং সম্পদের দিক থেকে শক্তিশালী উল্লেখ করেন। তিনি বলেন, ‘তারা যথেষ্ট ফান্ড এবং সংগঠিত রাজনৈতিক দল। এটি তাদের প্লাস পয়েন্ট। তবে জনগণের কাছে গিয়ে পুরো নির্বাচনে জেতার সম্ভাবনা নেই।’

তিনি বৈশ্বিক রাজনীতির প্রসঙ্গে বলেন, গোটা পৃথিবীর মতো বাংলাদেশেও ডানপন্থি রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে। তবে তা ভোটের মাঠে সফল হবে না বলেই তার বিশ্বাস।

শেষে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময়মত দেশে ফিরবেন এবং দলের কার্যক্রম চালিয়ে যাবেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত