ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
গা’জায় এক পরিবারের ম’র্মান্তিক মৃ’ত্যু, ২৫ জন নি-হ-ত
আন্তর্জাতিক ডেস্ক:ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলা অব্যাহত রয়েছে। রোববার ভোরে গাজা শহরের সাবরা মহল্লায় বিমান হামলা চালিয়ে একই পরিবারের ২৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্র জানায়, ভোররাতে সাবরা এলাকার একাধিক বাড়িতে বিমান থেকে বোমা ফেলা হয়। আগস্টের শেষ দিক থেকে এই অঞ্চল ধ্বংস ও দখলের পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলি ট্যাঙ্কও সেখানে অগ্রসর হয়।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এক স্বজন আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি সমগ্র বিশ্বের কাছে আহ্বান জানাই, সাহায্য করুন। আমাদের আত্মীয়রা জীবন্ত অবস্থায় কবরের মধ্যে আছে। আমরা তাদের চিৎকার শুনতে পাই, কিন্তু পৌঁছাতে পারি না।’ তিনি আরও অভিযোগ করেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে পৌঁছানোর চেষ্টা করলেই ইসরায়েলি ড্রোন গুলি চালাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আহতদের ছোট গাড়িতে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। এক মা কাঁদতে কাঁদতে বলছেন, ‘আমি আমার সব সন্তানকে হারিয়েছি।’ একই সময়ে গাজা শহরের পশ্চিমে শাতি শরণার্থী শিবির এবং দক্ষিণ-পশ্চিমের তাল আল-হাওয়া এলাকায় তীব্র বিমান হামলা চালানো হয়েছে। নাসর এলাকার লাভাল টাওয়ার ও পাশের একটি বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে।
গাজার বুরেইজ শরণার্থী শিবিরে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত একটি ক্লিনিকের কাছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে চার শিশু রয়েছেন। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ৬৫,২৮৩ জন নিহত এবং ১,৬৬,৫৭৫ জন আহত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অবরোধজনিত দুর্ভিক্ষে আরও চারজনের মৃত্যু হয়েছে। অনাহারে প্রাণহানি সহ মোট ১৪৭ শিশুসহ প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪০ জনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ
- চবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
- বোনাস অনুমোদনে দ্বিমুখী নীতি, প্রশ্নের মুখে বিএসইসি