ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

ভিসা ফি ৬৬ গুন বাড়াল যুক্তরাষ্ট্র

২০২৫ সেপ্টেম্বর ২০ ১১:১০:২৬

ভিসা ফি ৬৬ গুন বাড়াল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নিয়োগের জন্য H-1B ভিসার ফি এবার বড়ভাবে বৃদ্ধি করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক শুক্রবার নিশ্চিত করেছেন, এখন থেকে এই ভিসার বাৎসরিক ফি ১ হাজার ৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলারে উন্নীত করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য মূলত বিদেশি দক্ষ কর্মীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা।

H-1B ভিসা হলো একটি বিশেষ কর্মসূচি, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগের সুযোগ পায়। ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির অধীনে প্রতি বছর প্রায় ৮৫ হাজার বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার অনুমতি পান। প্রধানত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় প্রশাসনে দক্ষ স্টেম (STEM) কর্মীদের নিয়োগ দেওয়া হয়।

পরিসংখ্যান অনুযায়ী, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগলসহ অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানি H-1B কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী। এ পর্যন্ত শত শত বিদেশি কর্মী এসব সংস্থায় কাজ করে আসছেন। আগের নিয়ম অনুযায়ী, এই কোম্পানিগুলোকে প্রতি বছর H-1B ভিসার জন্য মাত্র ১ হাজার ৫০০ ডলার দিতে হতো। এখন সেই ফি এক লাখ ডলারে উন্নীত হয়েছে।

হাওয়ার্ড লুটনিক সাংবাদিকদের জানিয়েছেন, “আমরা চাই, বড় কোম্পানিগুলো নিজেদের প্রয়োজনীয় দক্ষতা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষিত কর্মীদের মধ্যে খুঁজুক। বাইরের দেশ থেকে কর্মী এনে মার্কিন নাগরিকদের চাকরি নেওয়া যেন না হয়। এই ফি বৃদ্ধি সেই বার্তা দিচ্ছে।”

পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০০ সালে যুক্তরাষ্ট্রে বিদেশি স্টেম কর্মীর সংখ্যা সীমিত ছিল। H-1B ভিসা চালু হওয়ার পর ২৫ লাখের বেশি বিদেশি স্টেম কর্মী যুক্তরাষ্ট্রে যোগ হয়েছেন। ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে এই ভিসা কর্মসূচির মাধ্যমে বিদেশি বিজ্ঞান ও প্রযুক্তি কর্মীর সংখ্যা ৪৪.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদের অধিকাংশই ভারত ও চীনের নাগরিক।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত