ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

এশিয়া কাপ সুপার ফোর: বাংলাদেশের ম্যাচ কবে কখন?

২০২৫ সেপ্টেম্বর ১৯ ০১:১৯:৫৫

এশিয়া কাপ সুপার ফোর: বাংলাদেশের ম্যাচ কবে কখন?

স্পোর্টস ডেস্ক: ২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুপার ফোরের চার দল এবং তাদের ম্যাচের সময়সূচি চূড়ান্ত হয়ে গেছে। গ্রুপপর্বে ভারত ও ওমানের মধ্যে একটি ম্যাচ বাকি থাকলেও, সেটি এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।

আবুধাবিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। এই জয়ের ফলে বাংলাদেশেরও সুপার ফোর নিশ্চিত হয়েছে এবং আফগানিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

সুপার ফোরে 'এ' গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান এবং 'বি' গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ উঠেছে। প্রতিটি দল বাকি তিনটি প্রতিপক্ষের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল সুপার ফোরে মোট তিনটি ম্যাচ পাবে।

বাংলাদেশের ম্যাচের সময়সূচি (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়):

২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত (দুবাই)২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান (দুবাই)

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত