ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
আমেরিকার সিকিউরিটি ডিভাইসে বাংলাদেশের ওয়ালটনের হার্ডওয়্যার
                                    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের হাই-টেক পণ্য উৎপাদন খাতে এক বিশাল সাফল্য অর্জিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন প্রথমবারের মতো আমেরিকাতে মাদারবোর্ড (পিসিবি ও পিসিবিএ) রপ্তানি শুরু করেছে। ওয়ালটনের তৈরি এই বিশ্বমানের মাদারবোর্ড আমেরিকায় ব্যবহৃত হবে অত্যাধুনিক সক্রিয় গানশট শনাক্তকরণ এবং জরুরি উদ্ধারকাজ পরিচালনা সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে। মানুষের জীবন রক্ষাকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জামে বাংলাদেশি হার্ডওয়্যার ব্যবহৃত হওয়া বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, বিশ্বের ৫০টিরও বেশি দেশে 'মেইড ইন বাংলাদেশ' ট্যাগযুক্ত পণ্য রপ্তানিকারী ওয়ালটন প্রাথমিকভাবে আমেরিকার উইসকনসিন প্রদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের অনুকূলে প্রায় ২,৫০০ পিসেরও বেশি মাদারবোর্ড রপ্তানি করছে, যার আর্থিক মূল্য প্রায় ২.৫ মিলিয়ন বাংলাদেশি টাকা। সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশন জরুরি অবস্থায় আমেরিকার স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জীবন রক্ষাকারী নিরাপত্তা ব্যবস্থা সরবরাহে সুপরিচিত।
উল্লেখ্য, ওয়ালটন বাংলাদেশের একমাত্র পিসিবি (প্রিন্টেড সার্কিট বোর্ড) উৎপাদনকারী প্রতিষ্ঠান। ওয়ালটনের পিসিবিএ দিয়ে তৈরি বিশেষ নিরাপত্তা ডিভাইস মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপন করা হবে, যা তাৎক্ষণিক অবৈধ শুটিং সনাক্তকরণ, প্রতিরোধ, সতর্কীকরণ ও দ্রুত উদ্ধারকাজে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেন, "যে দেশে সিলিকন ভ্যালি আছে, সেই দেশে আমরা মাদারবোর্ড রপ্তানি করছি। নিঃসন্দেহে এটি ওয়ালটন এবং বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক।" তিনি আরও জানান, পিসিবি এবং পিসিবিএ'র বৈশ্বিক বাজার প্রায় ৮০ বিলিয়ন মার্কিন ডলার এবং আগামী ৫-৬ বছরে এটি আরও ৩০ বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এটিকে শুধু ওয়ালটনের নয়, বাংলাদেশের জন্যও অত্যন্ত গর্বের এবং ঐতিহাসিক সাফল্য বলে অভিহিত করেন। আমেরিকার সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট পল এল একারট ওয়ালটনের উদ্ভাবন, গুণগত মান ও আস্থার প্রশংসা করে বলেন, ওয়ালটনের মাদারবোর্ড তাদের সিকিউরিটি ডিভাইসের মান অনেক বৃদ্ধি করবে।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, তারা নিজস্ব প্রোডাকশন প্ল্যান্টে বিশ্বমানের পিসিবি ও পিসিবিএ তৈরি করছেন, যা ওয়ালটনের পণ্যে ব্যবহৃত হওয়ার পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদেরও সরবরাহ করা হচ্ছে। সম্প্রতি ইউরোপের গ্রিসেও ১০ হাজারেরও বেশি পিসিবি ও পিসিবিএ রপ্তানি সম্পন্ন করেছে ওয়ালটন। তিনি আরও জানান, সফটওয়্যার ও হার্ডওয়্যার খাতে যুগান্তকারী পরিবর্তন আনার উদ্দেশ্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড একীভূত হচ্ছে, যা ব্যাপক আকারে ইলেকট্রিক বাইক এবং লিথিয়াম ব্যাটারি উৎপাদনে সহায়ক হবে।
অনুষ্ঠানে ওয়ালটনের দুটি নতুন মডেলের পরিবেশবান্ধব তাকিওন ইলেকট্রিক বাইকও উন্মোচন করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)