ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
বেশি মুনাফার প্রত্যাশায় বিনিয়োগকারীদের নতুন কৌশল

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরটি শেয়ারবাজারের জন্য অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি ইতিবাচক অবস্থানে রয়েছে। বছরের শুরু থেকেই বাজারে সূচক ও লেনদেনে ধারাবাহিক ঊর্ধ্বমুখী ভাব বিরাজ করতে দেখা গেছে। যদিও মাঝে মাঝে কিছুটা বৈরি আচরণ করতে দেখা গেছে। ধারাবাহিক উত্থানের পাশাপাশি পতনও দেখা গেছে। সম্প্রতি সে ধারাবাহিক পতন থেকে আবারও উত্থানে ফিরেছে বাজারে। তবে সূচকের উত্থানে বেশি মুনাফার আশায় শেয়ার ধরে রাখান কৌশল অবলম্বন করেছে বিনিয়োগকারীরা। যে কারণে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন বাড়ছে না। তেমনি অবস্থা আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শেয়ারবাজারে তেমনি চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামা করতে দেখা গেছে। অন্য দিনের মতো আজ অস্বাভাবিক টানা উত্থান বা পতন দেখা যায়নি। সূচকের তীর উপরের দিকে রেখেই লেনদেন শেষ হয়। তবে দিনশেষে সূচক উত্থানের বড় প্রবণতা দেখা গেলেও টাকার অংকে লেনদেন কমে গেছে। যদিও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৯.৬০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৪.১৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪.৪৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২২১টির দর বেড়েছে, ১০৩টির দর কমেছে এবং ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬৭৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭০৬ কোটি ৩২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩২ কোটি ১৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
এদিন সিএসইতে ১১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৩টির, কমেছে ৬৯টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২২.৬১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৫.৫৬ পয়েন্ট বেড়েছিল।
এসকে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত