ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব পাস, ১৪২ দেশের সমর্থন
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রায় সমগ্র বিশ্ব সম্প্রদায়ের সমর্থন পেয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব। নিউইয়র্কে অনুষ্ঠিত এ ভোটে ১৪২টি দেশ পক্ষে, ১০টি দেশ বিপক্ষে এবং ১২টি দেশ বিরত থেকেছে। ফ্রান্স ও সৌদি আরব প্রস্তাবটি উত্থাপন করে।
‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত এই প্রস্তাবে দ্বিরাষ্ট্রীয় সমাধান জোরদার করার পরিকল্পনা রয়েছে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর সেখানে হামাসের কোনো রাজনৈতিক বা সামরিক ভূমিকা থাকবে না। হামাসকে গাজার শাসন থেকে সরে দাঁড়িয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে ক্ষমতা ও অস্ত্র হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবটি ইতিমধ্যেই আরব লিগের সমর্থন পেয়েছে। গত জুলাইয়ে জাতিসংঘের ১৭টি দেশ এ প্রস্তাবে স্বাক্ষর করেছিল। প্রস্তাবে বলা হয়েছে, গাজার চলমান যুদ্ধ বন্ধ করা এবং ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হামাসকে ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে একত্রে কাজ করতে হবে।
ইসরায়েল এই প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোর্সটেইন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সাধারণ পরিষদ ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে’।
অন্যদিকে, ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল–শেখ প্রস্তাবটিকে স্বাগত জানান এবং বলেন, এটি আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন জানাচ্ছে।
এদিকে ফিলিস্তিনে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার ফলে গত ২৩ মাসে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনারা গাজা নগরী দখলের লক্ষ্য নিয়ে তীব্র অভিযান চালাচ্ছে, যার কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
পাশাপাশি, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণে এগোচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণের একটি চুক্তিতে সই করেছেন। নেতানিয়াহু বলেন, “কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না—এই প্রতিশ্রুতি আমরা পূরণ করব।”
ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। তিনি সতর্ক করে বলেন, নেতানিয়াহুর পদক্ষেপ গোটা অঞ্চলকে ‘নরকের পথে ঠেলে দিচ্ছে’ এবং যেসব দেশ এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ
- চবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ