ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
হংকংকে হারিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: এবারের এশিয়া কাপ মিশনে দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগার বাহিনী হংকংকে ১৪ বল এবং ৭ উইকেট হাতে রেখে রীতিমতো উড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, প্রথমে ব্যাট করে হংকং ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দারুণ সূচনা করে। যদিও তৃতীয় ওভারে ওপেনার পারভেজ হোসেন ইমন (১৪ বলে ১৯ রান) আয়ুশ শুকলার বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর তানজিদ হাসান তামিমও (১৮ বলে ১৪ রান) আতিফ ইকবালের বলে আউট হন।
তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি বেঁধে লিটন দাস বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। লিটন ৩৯ বলে ৫৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আউট হন, তখন জয়ের জন্য মাত্র ২ রান প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত হৃদয় দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন, যেখানে জাকের আলী অনিক ০ রানে অপরাজিত থাকেন।
এর আগে, হংকংয়ের ইনিংসে বাংলাদেশের তাসকিন আহমেদ তার প্রথম ওভারেই উইকেট তুলে নেন, হংকং ওপেনার অংশুমান রথকে (৫ বলে ৪) কট বিহাইন্ড করেন। রিভিউয়ের মাধ্যমে আম্পায়ার তার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন।
ইনিংসের পঞ্চম ওভারে তানজিম হাসান সাকিব দুর্দান্ত এক ডেলিভারিতে বাবর হায়াতের (১২ বলে ১৪) মিডল স্টাম্প ভেঙে দেন। তানজিম সাকিব ইনিংসের ১২তম ওভারে বাউন্সি বলে জিসান আলিকে (৩৪ বলে ৩০) ফিরিয়ে দিয়ে দ্বিতীয় আঘাত হানেন, যা মোস্তাফিজুর রহমানের একটি অসাধারণ ক্যাচের মাধ্যমে সম্পন্ন হয়।
চতুর্থ উইকেটে ইয়াসিম মুর্তজা (১৯ বলে ২৮) ও নিজাকত খান ৩৪ বলে ৪৬ রানের জুটি গড়েন। ইনিংসের ১৮তম ওভারে মোস্তাফিজ ও রিশাদ হোসেনের যৌথ প্রচেষ্টায় ইয়াসিম রানআউট হলে এই জুটি ভাঙে।
শেষ দিকে হংকংয়ের ৪ বলে ৩ উইকেটের পতন হয়। ১৯তম ওভারের শেষ দুই বলে রিশাদ হোসেন দুটি উইকেট নেন এবং ২০তম ওভারের দ্বিতীয় বলে তাসকিন এইজাজ খানকে প্যাভিলিয়নে পাঠান।
বাংলাদেশের তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং রিশাদ প্রত্যেকেই ২টি করে উইকেট শিকার করেন। হংকংয়ের আতিফ ইকবালও নেন ২টি উইকেট।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান