ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সপ্তাহের ব্যবধানে ১৯ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৯:৫১:০৫

সপ্তাহের ব্যবধানে ১৯ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা

নিজস্ব প্রতিবেদক: সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহ শুরু হলেও পরবর্তী ৩ কার্যদিবস ধারাবাহিকভাবে পতন হয়েছে। চলতি সপ্তাহে প্রথম কার্যদিবসে ডিএসইএক্স সূচক বেড়েছে ২১.৮৭ পয়েন্ট এবং শেষ কার্যদিবসে বেড়েছে ৫০.৬৩ পয়েন্ট। অর্থাৎ দুই কার্যদিবসে সূচক বেড়েছে ৭২.৫০ পয়েন্ট। তবে মাঝখানের তিন কার্যদিবসে সূচক কমেছে ১৬৩ পয়েন্ট। বাজারের এমন পরিস্থিতিতেও ১৯ প্রতিষ্ঠানের শেয়ার থেকে ১০ শতাংশ থেকে ২৪ শতাংশ পর্যন্ত মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স, এস আলম কোল্ড রোল্ড স্টিল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তমিজউদ্দিন টেক্সটাইল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, হামি ইন্ডাস্ট্রিজ, ফ্যামিলি টেক্স, পেনিনসুলা, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সিঅ্যান্ডএ টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, মুন্নু ফেব্রিক্স এবং জেনারেশন নেক্সট ফ্যাশন।

জানা যায়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে বা দর বেড়েছে সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের। সপ্তাহের ব্যবধানে ফান্ডটির দর ২ টাকা ৫০ পয়সা বা ২৪.০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৯০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে বা দর বেড়েছে প্রাইম ফাইন্যান্সের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর ৫০ পয়সা বা ২০.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে বা দর বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ২০.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৭০ পয়সায়।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- অলটেক্স ইন্ডাস্ট্রিজের ২ টাকা ২০ পয়সা বা ১৮.৮০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ২২ টাকা ৩০ পয়সা বা ১৬.৫৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ টাকা ৫০ পয়সা বা ১৫.৭৭ শতাংশ, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১ টাকা ২০ পয়সা বা ১৪.১২ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৪০ পয়সা বা ১২.৯০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১ টাকা ২০ পয়সা বা ১২.৬৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২২ টাকা ৫০ পয়সা ১২.২২ শতাংশ, জুট স্পিনার্সের ২৪ টাকা ৮০ পয়সা বা ১২.০৮ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১০ টাকা ৯০ পয়সা বা ১০.৬১ শতাংশ, ফ্যামিলি টেক্সের ২০ পয়সা বা ১০.৫৩ শতাংশ, পেনিনসুলার ১ টাকা ৩০ পয়সা বা ১০.৪০ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১৪ টাকা ৪০ পয়সা ১০.১৯ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৩০ পয়সা বা ১০.৩৪ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৪ টাকা ৭০ পয়সা বা ১০.১৫ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ২ টাকা ১০ পয়সা বা ১০.১০ শতাংশ এবং জেনারেশন নেক্সট ফ্যাশনের ৩০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়েছে বা মুনাফা হয়েছে।

এসকে/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত