ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বুধবার ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট বাতিল

২০২৫ সেপ্টেম্বর ০৯ ২২:১৯:৩৭

বুধবার ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে চলমান অস্থিরতা, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং নেপাল সরকারের আরোপিত ফ্লাইট পরিচালনার নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সটি এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা–কাঠমান্ডু রুটের ফ্লাইটটি দুপুর ২টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়ার সাথে সাথেই যাত্রীদের অবহিত করা হবে বলেও জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ অথবা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। নেপালে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে, যেখানে সহিংসতা, অগ্নিসংযোগ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর আগে, ভারতও তার নাগরিকদের নেপালে ভ্রমণ স্থগিত করার অনুরোধ জানিয়েছিল এবং একাধিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত