ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ভিসা ওভারস্টেতে নতুন নিয়ম মালয়েশিয়ার

২০২৫ সেপ্টেম্বর ০৫ ২২:৪৯:৩৭

ভিসা ওভারস্টেতে নতুন নিয়ম মালয়েশিয়ার

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় ভিসার মেয়াদ শেষে ৯০ দিনের কম সময় অতিরিক্ত অবস্থানকারীদের আর আদালতের মুখোমুখি হতে হবে না। এখন থেকে তাদের বিরুদ্ধে সরাসরি জরিমানা আরোপ করবে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নতুন এ নিয়মে মামলা নিষ্পত্তির দীর্ঘ প্রক্রিয়া কমে যাবে এবং আটক কেন্দ্রে ভিড়ও হ্রাস পাবে বলে জানিয়েছে সরকার।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ ঘোষণা দেন। তিনি বলেন, “এই উদ্যোগের ফলে যেসব মামলা নিষ্পত্তি হতে আগে ১৪ দিন লাগত, তা মাত্র ১ দিনেই সম্পন্ন হবে।”

নতুন নিয়ম অনুযায়ী,

১ থেকে ৩০ দিন অতিরিক্ত থাকলে প্রতিদিন ৩০ রিঙ্গিত হারে সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা হবে।

৩১ থেকে ৬০ দিন অতিরিক্ত অবস্থানের জন্য স্বয়ংক্রিয়ভাবে ১ হাজার রিঙ্গিত জরিমানা দিতে হবে।

৬১ থেকে ৯০ দিন অবস্থানকারীদের জরিমানা হবে ২ হাজার রিঙ্গিত।

তবে ৯০ দিনের বেশি অবস্থানকারীদের ক্ষেত্রে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, এই নিয়ম কেবল তাদের জন্য প্রযোজ্য হবে যাদের অতিরিক্ত থাকার পেছনে ‘যৌক্তিক কারণ’ থাকবে। যেমন—অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা এমন পরিস্থিতি যা ভিসাধারীর নিয়ন্ত্রণের বাইরে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত