ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

'সাধারণ জ্ঞান' প্রয়োগ করলেই ইউক্রেন যুদ্ধের সমাধান সম্ভব

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৬:২৩:২৮

'সাধারণ জ্ঞান' প্রয়োগ করলেই ইউক্রেন যুদ্ধের সমাধান সম্ভব

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ আলোচনার মাধ্যমে শেষ করা সম্ভব বলে মন্তব্য করেছেন। তবে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি আলোচনা সফল না হয়, তবে বলপ্রয়োগের জন্য ক্রেমলিন প্রস্তুত রয়েছে।

বেইজিংয়ে বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) একটি সংবাদ সম্মেলনে পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রশাসন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমি সুড়ঙ্গের শেষ মাথায় আলোর ঝলক দেখতে পাচ্ছি। আমি মনে করি, সাধারণ জ্ঞান কাজে লাগালে এই যুদ্ধ থামানোর জন্য একটি গ্রহণযোগ্য সমাধান মেনে নেওয়া সম্ভব।"

তবে তিনি তার অবস্থান পরিষ্কার করে বলেন, "যদি আলোচনায় কাজ না হয়, তাহলে অস্ত্রের জোরে আমাদের সব সমাধান করতে হবে।"

চীনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনের বার্ষিক কুচকাওয়াজে অংশ নিতে পুতিন বেইজিং সফর করেন। সেখানে তার সঙ্গে আরও ২৬টি দেশের নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আতিথেয়তা গ্রহণ করেন। সেখানেই সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি শর্ত দিয়েছেন যে জেলেনস্কিকে অবশ্যই মস্কোতে এসে বৈঠক করতে হবে। এর আগে পুতিন কখনো জেলেনস্কির নাম পর্যন্ত উচ্চারণ করতে চাইতেন না, তাই এই প্রস্তাবটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

যদিও পুতিন আলোচনার কথা বলছেন, তার মূল অবস্থান থেকে তিনি এখনো একচুলও সরে আসেননি। তার প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে: ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূমি রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে এবং ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে।

ইউক্রেন শুরু থেকেই রাশিয়ার এই শর্তগুলো প্রত্যাখ্যান করে আসছে এবং তাদের অভিযোগ, এসব শর্ত মেনে নেওয়া মানে আত্মসমর্পণ করা। এছাড়া, সম্ভাব্য বৈঠকের জন্য মস্কোকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার প্রস্তাবেও ইউক্রেন আপত্তি জানিয়েছে। কিয়েভের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বৈঠকের জন্য মস্কো কোনোভাবেই গ্রহণযোগ্য স্থান হতে পারে না।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত