ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
বিবিসি’র বিরুদ্ধে ট্রাম্পের মামলা
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারির তার ভাষণকে বিবিসির ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে বিকৃতভাবে দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কের কেন্দ্রবিন্দু ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির একটি ভাষণ। ওই ভাষণে তিনি ওয়াশিংটনে সমর্থকদের উদ্দেশে বলেন, “আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেসম্যান-উইমেনদের উৎসাহ দেব।” প্রায় ৫০ মিনিট পর তিনি আরও বলেন, “এবং আমরা লড়াই করবো। আমরা প্রাণপণ লড়াই করবো।”
তবে, বিবিসি প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি আলাদা বক্তব্য একত্রে দেখানো হয়। এতে ট্রাম্পের বক্তব্যের এমন ইঙ্গিত তৈরি হয়, যেন তিনি সরাসরি “ক্যাপিটলের দিকে হেঁটে গিয়ে লড়াই করার আহ্বান” দিয়েছেন।
ফ্লোরিডার আদালতে দায়ের করা নথি অনুযায়ী, ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি ও বাণিজ্যিক কার্যক্রমসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তার আইনজীবীরা দাবি করেছেন, বিবিসি ইচ্ছাকৃতভাবে ও প্রতারণামূলকভাবে তার ভাষণ কাটাছেঁড়া করেছে এবং জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করেছে।
বিবিসি অবশ্য ক্ষমা জানিয়েছে এবং স্বীকার করেছে যে, সম্পাদনার কারণে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল। তাতে মনে হতে পারে, ট্রাম্প সহিংসতা বা মারামারির আহ্বান দিয়েছেন। তবে, ক্ষতিপূরণের দাবিকে বিবিসি প্রত্যাখ্যান করেছে এবং বলেছেন, মানহানির কোনো ভিত্তি নেই।
এর আগে গত মাসে সমালোচনার মুখে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। তবে ট্রাম্পের ক্ষোভ এতে কমেনি। তিনি বিবিসিকে বামপন্থি প্রোপাগান্ডা প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা