ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

ট্রাম্পের নতুন খড়গ: ৮ দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

২০২৫ ডিসেম্বর ১৭ ১৬:০৮:১৫

ট্রাম্পের নতুন খড়গ: ৮ দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের তালিকা আরও দীর্ঘ করেছেন। নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে সিরিয়া ও ফিলিস্তিনসহ আরও বেশ কয়েকটি দেশ। হোয়াইট হাউসের এক ঘোষণায় জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ট্রাম্প প্রশাসন এক বিবৃতিতে জানায়, যেসব দেশের তথ্য আদান-প্রদান, নাগরিকদের স্ক্রিনিং ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় গুরুতর ঘাটতি রয়েছে, সেসব দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তালিকায় নতুন করে যুক্ত হওয়া দেশগুলো হলো—সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার, সিয়েরা লিওন, লাওস ও দক্ষিণ সুদান। এছাড়া ফিলিস্তিনকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু ওয়াশিংটন ফিলিস্তিনকে এখনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তাই ঘোষণায় সরাসরি ‘ফিলিস্তিন রাষ্ট্র’ উল্লেখ না করলেও সেখানকার নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে ট্রাম্পের ইতিবাচক আলোচনা হয়েছিল। তবে গত শনিবার সিরিয়ায় মার্কিন কনভয়ে হামলায় দুই সেনা ও এক দোভাষী নিহতের ঘটনায় ট্রাম্প কঠোর অবস্থান নিয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় পাসপোর্ট বা নাগরিক নথিপত্র প্রদানের জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষের অভাব রয়েছে এবং তাদের যাচাই-বাছাই ব্যবস্থাও দুর্বল।

এর আগে গত জুন মাসে ইরান, আফগানিস্তান, মিয়ানমার, লিবিয়া, সোমালিয়া ও সুদানসহ ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। নতুন ঘোষণার ফলে এই তালিকা আরও বড় হলো। এই নিষেধাজ্ঞা অভিবাসী এবং অ-অভিবাসী (পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়ী) উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত