ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

হাসনাতের ‘সেভেন সিস্টার্স’ মন্তব্যে ভারতের তীব্র প্রতিক্রিয়া

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

২০২৫ ডিসেম্বর ১৭ ১৫:৩১:০৫

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনকে হুমকির অভিযোগ তুলে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে সাউথ ব্লকে তলব করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক ভারতবিরোধী ‘উসকানিমূলক’ বক্তব্য এবং ভারতীয় হাইকমিশনের নিরাপত্তার বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতেই হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে।

মূলত গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের জেরেই এই পদক্ষেপ নিয়েছে ভারত। ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলো আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

সমাবেশে হাসনাত অভিযোগ করে বলেন, ‘যারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, নির্বাচন বানচাল করতে চাইছে এবং হাদিকে হত্যার চেষ্টা করেছে, ভারত তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস না করে এবং সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়, তবে বাংলাদেশেও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া হবে।’

এদিকে ভারত ইতিমধ্যে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আশা প্রকাশ করেছে যে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত